
কবিঃ মৃত্তিকা রাই
ঘোড়ারা সব হাঁটছে !
মানুষ গুলো নাচছে !
চালক মশাই দড়ি বেঁধে,
লাগাম ধরে টানছে।
দড়ির মাথায় লোহা বেঁধে,
চপাৎ চপাৎ মারছে।
আওয়াজ ছাড়াই চোখের জল,
গড়িয়ে গড়িয়ে পড়ছে।
শরির ভাঙ্গিয়ে, গতর খাটিয়ে,
আহার রুজি করছে।
নেই হরতাল, নেই অনসন,
আমি সত্য দেখেছি ভাই।
চালকের বিপরীতে,
যাদের কোনো মানববন্ধন নাই।
যুগ যুগ ধরে সব সয়ে যায়,
মুখ বুজে থাকে সবসময়।
বিলায় সর্বোস্ব পূণ্য ভেবে,
নষ্টদের প্রতি মানবতায়।
এভাবে পুঁজি চলতেই থাকে,
ক্ষমতার কর্মচক্র আর নষ্টদের বড়াই।
সবকিছু নষ্টদের দখলে দিয়ে,
শুধু ভাগ্যের উপর দোষ চাপাই।
২৭.১২.২০১৯ ইংরেজি
লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।