
কবিঃ মৃত্তিকা রাই
আমার হিয়াতে যখন থাকে অন্য কেউ।
আলসেমি ভরা মিষ্টি গালে খই ফোটে,
মনে লাগে আনন্দের ঢেউ।
এতো হিসেব কসে কি লাভ?
ঝাউবনের কিনারায় মেঘাচ্ছন্ন আকাশ,
থাকে থমথমে পরিস্থিতি, কাটবে কি তার ভাব।
আমি হাতরে বেড়াচ্ছি, কেউ আসবে বলে।
জয়ি হতে চাই, রুপান্তরের তীব্র বলে।
আমার মন গত, মজ্জা গত, ভয়ে নই স্ফীত।
এটা হৃদয়ের দাবি, আমার হৃদয়ের ক্ষত।
চির যৌবনা নারী স্বত্ত্বা চাই, আমার শরীরে।
হতে চাই কোন তরুণীর ইচ্ছেধারী উচ্ছাস,
ভেতরে ও বাহিরে।
কি হারাবো, কি পাইবো হিসেব করে কি লাভ?
মাপতে চাই না থার্মোমিটারে আমার নার্ভ।
আমি রুপান্তর চাই,
ছোট্ট শিশুটির মতো হারিয়ে যেতে চাই।
উড়ে যেত চাই, ভেসে বেড়াতে চাই,
রামধনুর মেঘ ভেলায়।
থাকি উতলা তীব্র আকাঙ্ক্ষায়।
আমি চাই তোমার হাত দুটো ধরতে।
চাই তোমার সাথে ঘর বাঁধতে।
ঠোঁটে ঠোঁট ছোয়াবার আগেই,
দুজনার ভেতরের আবেদন বলবে,
এখন চলো কোথাও হারাই।
০৯/১২/২০১৯ ইংরেজি
লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।