
কবিঃ মৃত্তিকা রাই
আমি মাটি হতে চাই।
বন্ধু! তোমার পায়ের তলার,
ধুলো হতে চাই।
আমি মাটি হয়ে তোমার পথে,
মিশে যেতে চাই।
যে পথে মুক্ত ভবে,
চলতে শুধু শেখায়।
যে পথে আলোর দিশা,
খুঁজে পেতে শেখায়।
আমি ভালোবাসা দিয়ে,
তোমার অহংকার পুড়িয়ে করতে ছাই।
আমি ধুলো হতে চাই।
বন্ধু! তোমার পায়ের তলার,
মাটি হতে চাই।
বন্ধু! গড়াগড়ি আমি খাবোই।
আমি ধুলোর সাথে আষ্টেপৃষ্ঠে,
লেপ্টে সেপ্টে যাবোই।
আমি ন্যায্য অধিকার চাইতে গিয়ে,
বারবার হেরেও হবো বিজয়ী।
১০/১২/২০১৯ ইংরেজি।
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]