
মৃত্তিকা রাই
একটি বিকেলে তুমি আবার ফিরবে,
আজো মনের মাঝে সেই স্বপ্ন বুনি।
দেখো কত অভিজিৎ তৈরি হয়েছে,
তোমার অগোচরে, হয়ে আছো তুমি মধ্যমণি।
এই হানাহানির সমাজ তোমায় গ্রহণ করেনি।
ফিরিয়ে দিতে তোমার প্রকৃত সম্মান,
আসবেই সেই দিন জানি।
প্রিয় অভিজিৎ রায়! তুমি মরোনি,
মরেছে শুধু তোমার দেহখানি।
গোলাপের সৌন্দর্য যদি,
চার্লস ডারউইন হয়।
তাকে ভালোবাসতে শিখিয়েছে,
আমায় অভিজিৎ রায়।
আমি ভালোবাসি তোমায়,
প্রিয় অভিজিৎ রায়।
মনের মাঝে তোমারে রাখি,
চুমু খাই তোমার পায়।
০৯.০১.২০২০ ইংরেজি
মৃত্তিকা রাই একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী। এবং উনি একজন ট্রান্স- লেসবিয়ান।