
কবিঃ মৃত্তিকা রাই
গর্ভে ভরা ফসল তার,
উর্বর তার ভূমি।
বারো মাসে ছয় ঋতু হয়,
ছুঁয়ে যায় অন্তর্যামী।
তোমারে ভোজিতে চাই মা,
অধিকার দাও তুমি।
কপোলে মাটির সিঁদুর লেপে,
যেন বার বার তোমারে চুমি।
আমি বাংলার মাটির গন্ধ,
আর বাংলাকে ভালবাসি।
হাসিমুখে শত ত্যাগ বিসর্জনে,
পরিতে চাই ফাঁসি।
মাথার ঘাম পায়ে ফেলে,
কখনো কৃষক চাষার বেশে।
রোদ, ঝড়, শীত, বৃষ্টিতে,
পরিশ্রম করি হেসে।
কখনো নওজোয়ান,
আমি বাংলার মুক্তিযোদ্ধা।
তোমার গুনগানের নেই যে শেষ,
হওনা যতই বৃদ্ধা।
চরণ চুমি বুদ্ধিজীবীদের,
যারা সেই সকল বোদ্ধা।
মা তোমার ক্ষতি করে কে,
নেই এমন কারো স্পর্ধা
১৮/১২/২০১৯ ইংরেজি।
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]