
কবিঃ মৃত্তিকা রাই
এদিক ওদিক করে,
যতই কাকুতি মিনতি স্বরে,
ডাকছি তোমায়,
বাবা তুমি কোথায়?
হাজার মানুষের ভিড়ে,
যতই খুঁজি তারে,
মাঝে মাঝে তার অবয়বে,
দূর থেকে দেখতে মনে হয়।
মায়ার ঘোর কাটতেই,
চোখে জল গড়াতেই,
বুকে দুমরে মুচড়ে উঠতেই,
আচমকা ভাবি বাবা তো নেই।
জানুয়ারি ২০২০
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]