
লেখকঃ- পৃত্থুজ আহমেদ
উৎসর্গঃ- উল্টা পাল্টা
বিচ্ছেদ বলতে কী বুঝি আমরা?
“তোমার সাথে আমার সম্পর্ক শেষ” এটা বলেই কী বিচ্ছেদে জড়াও তোমরা?
নাকি আইনি কাগজে কলমের খোঁচায় নিজেদের নাম দস্তখত করে বিচ্ছিন্ন পথে এগিয়ে যাওয়াটা বিচ্ছেদ!
আসলে কী সম্পর্কেচ্ছেদ বলে কিছু হয়?
সম্পর্কের কী আদৌ ধ্বংস আছে?
হয়ত বা না।
আমার কাছে বিচ্ছেদ মানে চিরমুক্তি
নতুন সুচনার অভিপ্রায়।
সেটা হোক জীবিত কিংবা মৃত বিচ্ছেদ।
বিচ্ছেদ মানে সমস্ত অনুভূতি আপন হস্তে ধ্বংস করা,
যার কোনো অবশিষ্ট থাকেনা।
একদম শেষে গিয়েও যার চিহ্ন পাওয়া যায় না।
মোবাইল কিংবা কম্পিউটারের অপ্রয়োজনীয় নথিপত্র-বাদ দেওয়ার প্রক্রিয়াই আমার কাছে বিচ্ছেদ।
বিচ্ছেদ মানে একটা মানুষকে পরিপূর্ণরূপে ভুলে যাওয়া,
অতীত,বর্তমান এমনকি ভবিষ্যত অনুভূতির
ভান্ডারে তার জন্য জায়গা না রাখা।
স্মৃতির শেষ কিনার হতে তাকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়া বাস্তবতার ভীড়ে,
ভুল করেও পাগল মন যাকে মনে করবেনা।
কিন্তু,
বাস্তবিকভাবে কী তা হয়?
ছাইচাপা আগুনের মত হুট করেই আমাদের স্মৃতি দৃশ্যমান হয়
মনে পড়ে ফেলে আসা অতীত,
ফেলে আসা মানুষটাকে।
নতুন প্রেমিকের লালারসে পুরনো প্রেমিকের স্বাদ খুঁজে বেড়াই,
নতুন প্রেমিকের মাঝে হঠাৎ হঠাৎ,
পুরনো প্রেমিকের প্রতিচ্ছবি ফুটে ওঠে।
তার হাঁটাচলা,কথাবার্তা,এমনকি আদর করার ধরণটাও-আমরা পুরনো প্রেমিকের সাথে তুলনা করি।
নতুন সম্পর্কের টানাপোড়নে মাঝরাতে বুক ভাঙ্গা কান্না চেপে বসে,
পুরনো তে ফিরে যাওয়ার সুপ্ত আকাঙ্খা জেগে ওঠে হঠাৎই।
আমরা আসলে কিছু ভুলে যাইনা,মাড়িয়ে যেতে পারিনা সুক্ষ্ম থেকে সুক্ষ্মতর অনুভূতিদেরও।
তবে কেন এই ভাঙ্গাগড়ার মেকি খেলায় আমরা মেতে উঠি?
যখন কোন বিচ্ছেদেই আমরা সুখি নই।
আসলে,
বিচ্ছেদ বলতে আদতে যে বিচ্ছেদ আমরা জানি-সে বিচ্ছেদ নয়।
নশ্বর পৃথিবীতে সম্পর্করাই অবিনশ্বর হয়।
সমপ্রেমের গল্প ফেসবুক পেজ থেকে সংগৃহীত