
কবিঃ মৃত্তিকা রাই
সভ্য জাতি অসভ্য হয়,
বিবেকহীন হয়ে।
অসভ্য সভ্য হয়,
বিবেক বোধ নিয়ে।
সভ্য জাতি বিবেক বোধ
করিয়া যতন।
অসভ্যকে গলা কেটে,
করে তার পতন।
সভ্যতার বিবেক দিয়ে,
করে যে বিচার।
সফলতার সিঁড়ি বেয়ে,
ওঠে তার আচার।
সভ্যতার বিরাট,
ভরা মজমায়।
অসভ্যকে নেংটো করলে,
লজ্জা হবে কি তাই?
তাহলে ভাই, চিন্তা করো।
ধর্মের চেয়ে, বিবেক বড়।
০৮/১২/২০১৯ ইংরেজি
লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।