
কবিঃ- মৃত্তিকা রাই
মাঝে মাঝে শরীর খুব আদর পেতে চায়।
তোমার হাতের স্পর্শে,
দেহে বয়ে যাওয়া জীবন্ত রক্তের কণিকা,
আর শিরা উপশিরায়।
মাঝে মাঝে মনে হয়,
উতলা হয়ে যাই,
কিচিরমিচির করি চারিদিক।
এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াই।
মাঝে মাঝে কোনো এক,
সোনালী সন্ধ্যার অপেক্ষায় থাকি।
পথ চেয়ে বসে থাকি নিরন্তর,
তোমার অপেক্ষায়।
তুমি আসবে বলে,
মিথ্যে আসার ভান করে।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে,
কোন তাঁরা ভরা গভীর রাতে।
গরম চায়ের ধোঁয়া ওঠা কাপে।
না চাইতেই মিলে যাবে,
তোমার আমার দুটি ঠোঁট।
মাঝে মাঝে মনেহয়,
তুমি এখনি ধরবে হাতটি শক্ত করে।
বলবে আমায় চোখে চোখ চেয়ে,
ঠোঁটের আলতো ছোঁয়ায়।
মৃদু গরম নিঃশ্বাসে নিঃশ্বাসে,
হৃদ স্পন্দন প্রতিক্রিয়ায় কাঁপা কাঁপা স্বরে,
কপালে মিষ্টি চুমু খেয়ে বলবে,
খুব ভালোবসি তোমায়।
আমিও রক্ত উজ্জ্বল চোখে,
তীক্ষ্ণ ধারালো কন্ঠে বলবো তোমায়।
কথা দাও কখনো তুমি,
এ বুক খালি করে ছেড়ে যাবে না আমায়।
মাঝে মাঝে কিংকর্তব্যবিমুর হয়ে যাই।
চিৎকারের আওয়াজ চেপে আসে,
যেনো কন্ঠে তালা লেগে যায়।
মনে হয় বেঁচেও মরে আছি,
জীবন্ত এক লাশ হয়ে।
মাঝে মাঝে কুকুর আর শুয়োরের,
সাথে আলিঙ্গন করার ইচ্ছে জাগে।
মানুষের আচরণ তার মনুষ্যত্ব,
বিবেকবান দের সংজ্ঞায় পরে না বলে।
০৪/১২/২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]