মুক্ত আলো

কবিঃ মৃত্তিকা রাই

আলো শক্তি।
আলো মানে মুক্তি।
আলো মানে ছাড়িয়ে যাবার অঙ্গীকার।
আলো মানে প্রথম, আলো অহংকার।
আলো গৌরব, আলো উজ্জ্বল।
আলো স্বাধীন, আলো প্রগতি, আলো চঞ্চল।
আলো অবিচল, আলো প্রবল।
আলো সুন্দর, আলো সবল।

আলো প্রয়োজনে শীতল, আবার কখনো উত্তপ্ত।
আলো মানে আঁধার থেকে মুক্ত।
আলো মানে নতুন করে পথচলা।
আলো মানে আপন গন্তব্য না ভোলা।

আলো মানে মনের মাঝে,
বার বার সূর্যোদয় হওয়া।
আলো মানে সিক্ত হিমেল আবেশে,
রুপালি মেঘে ছড়িয়ে যাওয়া।

আলো গভীর যৌবন আনন্দ,
বার বার ফিরে পাওয়া।
আলো স্রোতের বিপরীতে,
শক্ত ভাবে এগিয়ে যাওয়া।

আলো গতির সঞ্চার।
আলো সেখানে, যেখানে আঁধার।
আলো মানে মনে প্রাণে ছুটে চলা নিরন্তর।
আলো স্বপ্ন দেখায় মনের ভিতর।

আলো মানে আপন সত্তাকে মেলে ধরা।
নিজের সাথে পাল্লা দিয়ে,
এগিয়ে যাবার যুদ্ধ করা।
আলো মানে মুক্ত আকাশে,
ডানা মেলে উড়ে বেড়ানো।
আলো ছড়িয়ে পড়ার নির্দেশ,
নতুন করে ঘুরে দাঁড়ানো।

আলো মানে লাল সবুজের ছোঁয়া,
বেঁচে থাকার প্রয়াস।
আলো মানে মুক্তির বাত্রা,
অন্ধকারের ত্রাস।

আলো মানে হার না মানা।
আপন গতিতে ছোটা খামখেয়ালি পনা।
আলো মনের ভাবনা, মনের রং।
আলো ইচ্ছে স্বাধীন, অবুঝ ঢং।

আলোকে না যায় ধরা, না যায় করা আবদ্ধ।
আলো প্রশান্তির ছোঁয়া, আলো মাতাল মুগ্ধ।

আলো দীপ্ত, আলো হেম।
আলো আনন্দ, আলো প্রেম।

আলো নিষ্পাপ, আলো নতুন যৌবন চুম্বন।
আলো সুখের কান্না, আলো চিরন্তন।

আলো মানে মন কুঠুরিতে থাকা,
জ্বলে উঠা প্রদিপ।
আলো মানে মুক্ত কাগজে লেখা,
হাজারো কথার সমীপ।
আলো বিশ্বজয়ের হাসি।
আলো কুসংস্কারের ফাঁসি।

আলো পথ চলতে শেখায়।
ভোরের ঘুম ভাঙ্গতে শেখায়।

আলো মু্ক্তির জয়গান।
আলো বন্ধনের আহ্বান।
আলো বিদ্রোহের অবসান।
আলো মানে অনুসন্ধান।

আলো নিশি কাব্য, আলো তোমার দৃষ্টি।
আলো ভালোবাসা, নতুন কিছুর সৃষ্টি।

আলো কৃতিত্বের সারথী, যুক্তি তর্কের খেলা।
আলো আঁধারের খোলস ভেঙ্গে মুক্ত ভাবে পথচলা।

০৪/১১/২০১২ ইংরেজি

লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.