
কবিঃ-মৃত্তিকা রাই
এসো প্রিয় এসো!
আমার মেঘ ভেলাতে এসো!
চেয়ে আছি তোমার পানে।
মিলবো কবে যোগ আসনে।
দেহের এ বিষ খসাতে তুমি,
ওঝা হয়ে এসো।
এসো প্রিয় এসো!
নষ্টা করতে এসো।
চলো মেঘেদের দেশে যাই।
চলো নিজেদের ভিতর হারাই।
রংধনুর সিঁড়ি বেয়ে,
আপন স্বর্গ রাজ্যে চলে যাই।
গভীর আনন্দ যোগে,
চাইবে তুমি আমায়।
বলবে ডেকে,
এসো হে প্রিয়!
এসো নষ্টামীর গোড়ায়।
কর্ণিসে চুমু খেয়ে,
পুঁজিবো তোমার পায়।
শিউরে শিউরে মিলে যাবো,
যৌবন আনন্দের স্রোতধারায়।
তোমার আমার আদেশ নিষেধ,
আছে যত শত রং ঢং সং;
গভীর আনন্দে এক হতে চাই,
মন মন্দিরে স্বয়ং।
স্বাদ আল্লাদ বাদ অপবাদ,
গভীর জ্বালা যৌবন;
দেহে জমানো দীর্ঘ নালিশ,
মেটাবে কি আজ বরং?
২৮.১২.২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]