
কবিঃ মৃত্তিকা রাই
এ মনের দুয়ার খুলে ডাকছি তোমায়,
ধ্বনি বাজে ঐ।
তুমি কি থাকবে সন্ধ্যাবেলা,
আসবে একটু কাছে সই?
তুলসী পাতার চায়ের চুমুকে,
ফুটবে কথার খই।
দুজনে দুজন মন চুটিয়ে,
পড়বো গল্পের বই।
তোরে ছাড়া দিন কাটে না,
বলতো কেমনে রই?
তুই না এলে কেমনে খুলে,
মনের কথা কই!
তোরে ছাড়া আমি কি বল,
এতো উৎফুল্ল হই?
কে আর বল পেটের কথা,
আদায় করবে পই পই!
(সকল রুপান্তরকামী নারীদের প্রতি, বন্ধুত্বের আহ্বান থেকে আমার এই ছোট্ট কবিতা।
আমার এই কবিতার নাম দিয়েছি “সই”।
কারা হবেন আমার সই? আমি মুখিয়ে আছি তাদের অপেক্ষায়।)
০৭/১২/২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]