
কবিঃ মৃত্তিকা রাই
ধরনা হাতটা শক্ত করে,
আরো কতদূর যাই।
কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে,
সাম্যের গান গাই।
কতদিন মোরে মনে রেখেছিস,
আয়না বুক মেলাই।
জ্বালাময়ী আগুন জ্বালিয়ে বুকে,
আয় আলোর মশাল জ্বালাই।
গোঁড়ামি অন্ধের পৃষ্ঠা পুড়িয়ে,
আয় অহংকার করি ছাই।
জাত-বেজাতের বিভেদ ভুলিয়া,
আজ হয়ে যাবো সব ভাই ভাই।
ওঠে যদি চাঁদ ঐ আকাশে,
লক্ষ্য মোদের একটাই।
আঁধারের বুক চিরিয়া ফারিয়া,
আজ আলোর হবেই জয়।
২৬.১২.২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]