
কবিঃ মৃত্তিকা রাই
মনের আল্পনায় সে আদিখ্যেতা,
ওগো আমার প্রিয় কলকাতা।
তোমারে দেখিনি,
রয়েছে তাই অজ্ঞতা।
তোমায় দেখে,
ভরবে কি এ মন পূর্ণতা?
আধেক প্রাণ রয়েছে পরে,
ওপারের ঐ মৌনতায়।
যেখানে আমার শেকড়ের বিস্তার,
পূর্ণ ঐশ্বর্যতায়।
তোমারে ভুলি কেমনে বলো,
ও আমার প্রিয় কলকাতা।
তোমারে স্বরিয়াছি নিত্যদিন,
ভরছে না যে মন তৃপ্ততা।
তোমার গভীরে ডুবতে চাই।
তোমার গভীরে জানতে চাই।
তোমারে দেখতে চাই,
আমি প্রাণ ভরে।
তোমায় নিয়ে গাইতে চাই,
আমি আকুল সুরে।
আশাগুলো নিরাশ করে,
হয়ে যাচ্ছে সব ফিকে।
তোমারে ভালোবাসিতে চাই,
মনের খুব গভীর থেকে।
০৮/১২/২০১৯ ইংরেজি
লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।

Leave a comment