
কবিঃ মৃত্তিকা রাই
সূর্য ডোবার পূর্ব মুহুর্তে,
কালো সালোয়ার আর বাদামি রংয়ের
নরম গেঞ্জীতে একাকার!
চুল গুলো থাকবে,
এলোমেলো হালকা উরন্ত অবস্থায়।
মাঝে মাঝে উপচে পরা
সমুদ্রের মৃদু জলের আওয়াজ,
কানে এসে বারি খেতে থাকবে।
ঝরঝরে বালির তোষকে
আষ্টে-পিষ্টে জড়িয়ে,
নরম ঠোটের পাপড়ির পরশ!
আর হৃদয়ের জাল করা,
মৃদু গরম জীবন্ত নিঃশ্বাসে নিঃশ্বাসে!
আমি হারিয়ে যেতে চাই গভীর আলিঙ্গনে।
কবে আসবি আমার সেই রোমান্টিক তুই!
০৯/১২/২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]

Leave a comment