
কবিঃ মৃত্তিকা রাই
আমার আমিত্ব শহরে নিস্তব্ধ,
চারিদিকে নেই কোনো হৈচৈ।
হেঁটে চলেছি রক্তমাখা পথ বেয়ে,
গন্তব্যে আমি যাবোই।
ফেরাতে তুমি এসো না বন্ধু,
মুক্তির স্বাদ আমি নেবোই।
আঁধারের খোলস ছাড়াতে,
তোমার মাঝে বারবার আমি ফিরবোই।
আমার আমিত্ব শহরে উত্তাল ঢেউ,
আর থাকে গা ভাসানো স্রোত।
আমায় করে ক্ষতবিক্ষত,
হচ্ছি যতই উল্টো দিকে ব্রত।
উদাস পথে খুঁজতে থাকি,
সারথী আমার কেউ নেই।
আমি হাসতে ভুলে যাই,
কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই।
আমার আমিত্ব শহরে প্রেম হয়,
খুব গভীরে নিজের সাথে নিজে।
কামনা বাসনা জাগে,
শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে।
প্রেম বৃষ্টিতে যাই, বারবার ভিজে।
আমি থাকি নিত্য, আমার খোঁজে।
০২.০১.২০২০ ইংরেজি।