
কবিঃ মৃত্তিকা রাই
একটা পরিচয় খুঁজে ফিরি, প্রতি নিয়ত প্রতি বারই।
বছর বছর তারে পূজি, আমি রুপান্তরকামী নারী।
আমার কি পরিচয়, সেটা তুমি দেবে কেন?
প্রথমত আমি সাধারন মানুষ, এটা কি তুমি মানো?
ছোট্ট খুকির পুতুল খেলায়, এখনো মত্ত হই।
একদিন তারে গর্ভ ধরে, জয়ী আমি হবোই।
এখানে ওখানে ঘুরি ফিরি, আমি বন্ধু মানুষ।
পরিচয় চাই মনুষ্যত্বের, হতে চাই না ফানুস।
আমার সারা গতরে, কলঙ্কের লেপন দিলো কারা?
মানুষ আর মনুষ্যত্বের বন্ধনে, ফাটল ধরায় যারা।
আমি রুপান্তরকামী নারী, এটা আমার লৈঙ্গিক সত্ত্বা।
আমি নিজেরে ভাবি সম্পূর্ণা, নাই পেলাম এর পাত্তা।
দূর হতে দূর দূরান্তে, ছুটে যেতে চায় এই মন।
মূলধারার স্রোতে আমিও মিশতে চাই, ও বন্ধু শোন।
তোমায় আমি সাথে করে, যেতে চাই বহুদূর।
আমায় তুমি সঙ্গে লইয়ো, হইয়ো না বন্ধু নিষ্ঠুর।
০৬/১১/২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]