
কবিঃ মৃত্তিকা রাই
আমি খোলস ছাড়াতে পারিনি।
বস্ত্রহীন শিশুর গতরে শীত বস্ত্র দেইনি।
অবোধ শিশুর মুখে দুধ দিতে পারিনি।
আমি জেগে জেগে ঘুমাই।
আমি সত্য বলায় ঝিমাই।
পাসের বাসার কাকিমা খেয়েছে কিনা,
আমি খোঁজ নিতে পারিনি।
আমি নিত্য আমার বিবেক বিকাই,
মানবতার পাল্লায় কিছু মাপিনি।
আমার গতরে দামী কাপড়,
শাড়ি, গহনা ভরি ভরি।
নিজ বাসায় কাজের খালার,
জামা কিনে দেইনি।
আমি বন্ধি, ঘুনে ধরা সভ্যতায়।
আপন মূল্যবোধ করছি খুন সকাল সন্ধ্যায়।
আমি দেখেও দেখিনি, আমি চশমখোর।
আমি বুঝেও বুঝিনি, আমি বন্দি নিজ ঘোর।
ফুটপাতে যারা নেশায় মগ্ন ছোট্ট কিশোর।
তারে বিদ্যালয়ে পাঠাইনি, মূল্যবোধ শেখাইনি।
আমি জাতের ভয়ে,
ভিন্ন উৎসবে নিমন্ত্রণ খেতে যাইনি।
আমি সত্যিই খোলস ছাড়াতে পারিনি।
২৫.০১.২০২০ ইংরেজি