
কবিঃ মৃত্তিকা রাই
(প্রথম কবিতা)
আমি নিজেরে প্রকাশ করিতে চাই উজাড় করে।
আমার ভেতরে একটা নারী স্বত্ত্বা বাস করে।
বন্ধু! আমার এ প্রকাশে তুমি পেয়ো না কষ্ট।
মনে নাই কোন সংঙ্কা দ্বিধা, বলিতে চাই স্পষ্ট।
আমার শরীর টা পুরুষ, আর মনটা যে নারী;
এই কথা আমি স্বতঃস্ফূর্ত ভাবেই বলিতে পারি।
পুরুষের অন্তরালে আমি এক সম্পূর্ণা, আমি নারী।
রুপান্তরের তীব্রতা শরীরেও যে অনুভব করি।
আমি রাঙ্গাতে চাই আপন রঙ্গে, মনের আল্পনায়।
আমি আবদ্ধ রইতে চাই না, প্রকৃতির সীমাবদ্ধতায়।
আমি দেখতে কুৎসিত কিংবা যদিও হই মহা সুন্দরী।
দ্বিধাহীন চিত্তে বারবার বলিতে চাই আমি নারী।
আমি আপন স্বত্ত্বায় তোমায় গর্ভে ধরিতে চাই।
আমি আমার নিজের যন্ত্রণায় নিজেই মরিতে চাই।
আমি যদি নিঃস্ব হয়ে, কখনো হই পথ ভিক্ষারী।
আনন্দ চিত্তে বারবার বলিবো আমি নারী।
০৩/১২/২০১৯ ইংরেজি
[লেখক মৃত্তিকা রাই সম্পর্কে কিছু কথা- উনি একজন ট্রান্সজেন্ডার, ট্রান্স উইমেন, রূপান্তরকামী নারী। উনি পুরুষ দেহে জন্মালেও, উনার মানসিক লিঙ্গ নারী।]