
অরিত্র হোসেন* একজন বাংলাদেশী কুইয়ার লেখক এবং মানবাধিকার কর্মী। ছদ্মনামে ও আসলনামে ২০১১ সাল থেকে লেখালেখি করছেন এবং বাংলাদেশের প্রান্তিক লিঙ্গ ও যৌন জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি ‘মন্দ্র’ এর প্রতিষ্ঠাতা।
গল্পঃ বিদায় অর্ঘ্য, প্রতীতি , প্রেমশাস্ত্র, অভিলাষ, ফলঙ্গ, অপ্রাপ্তি
উপন্যাসঃ চরিত্রহীন , নীলকান্তমণি
প্রবন্ধঃ অদৃষ্টের পরিহাস , পাঁচমেশালী লঙ্কাকাণ্ড
*অরিত্র হোসেন ছদ্মনাম