
– ভালোবাসা হবে? ভালোবাসা?
– খুব হবে! এই যে আমার বাসার চারতলা খালি!
তিন বেড আর দুই বাথের সুন্দর বাসা।
বুঝলাম, তিনি বুঝলেন না। তাই বলেই ফেলি,
– আমার ভালোবাসা চাই ভালো বাসা নয়
– এর চেয়ে ভালো কি আর বাসা হয়?
– ভালো বাসা হবে? ভালো বাসা?
– পাজি নচ্ছার কোথাকার! আমার কাছে এসেছিস ভালোবাসা চাইতে?
– না না আপা। ভালোবাসা নয়, এসেছি ভালো বাসা পাইতে।
– ওগো শুনছ? কোথায় গেলে? দেখ এ ব্যাটা কি বলে
পালিয়ে বাঁচলাম, বাসা দেখবো পরে। এ যাত্রায় রক্ষে হলে।
ভালোবাসা আর ভালো বাসার চক্করে পড়ে
ভুলেই গিয়েছিলাম এ দুটো নয়
আমার মতো বেকারের তরে।
ভালো বাসা যদিও বা পাবো, খুঁজতে অনেক হবে।
সে আশায় বুক বেঁধে রই ভালোবাসা পাবো কবে!
লিখেছেনঃ আনন্দধারা