
কবিঃ- নিমেরা
শ্রাবণে তুমি দিয়েছ ধরা
ক্লান্ত মেঘের ভিড়ে,
আকাশের নীড়ে অশ্রু তোমার
জমেছে অচিরে।
কৃষ্ণচূড়ার লাল তুলিতে
এঁকেছি তোমার আঁখি,
আকাশের নীলে বেলি ফুলটাকে
গোপনে লুকিয়ে রাখি।
স্তব্ধ সকল নির্বাক চোখ
দেখছি সেই তোমায়,
পরী হয়ে তুমি দিবালোকে কেন
হারাও খেয়ালিপনায়?
শুনছি আমি শব্দ তোমার
হারিয়ে যাওয়া গান,
হারিয়ে ফেলো না তুমি সকল
গাঁথা স্মৃতি অম্লান।
হাসিতে তোমার দুঃখ সকল
মিলে হবে কাব্য,
শুনব আজ যা আছে তোমার
যতটুকু শ্রাব্য।
ভালবেসেছি বলি না তোমায়
বলছি ভালবাসি,
এ শুনে ফের লজ্জায় তুমি
লুকিওনা দুই আঁখি।
সূর্য আমার অস্ত যাবে
আসবে ফিরে আলো,
থাকব আমি যত দিন বেঁচে
বাসবো তোমায় ভালো।