
কবিঃ আয়াত মোহাম্মদ হিমু
হৃদয়ে বাজে যেনো সেদিনের কথা,
তুমি রচিত হয়েছিলে স্মৃতির পাতায়।
আমার অশ্রুসিক্ত করুণ চাহনি,
সেদিন যেনো গ্রাহ্যতা পায়নি।
কমতে থাকা তোমার হৃদস্পন্দন,
আমার হাতে থাকা তোমার অসাড় হাতের কম্পন,
ছিলো যেনো বিধাতার এক নিষ্ঠুর নিবেদন।
নিভু নিভু প্রদীপের যেমন নিভে যাওয়ার ভয়,
অজানা আশংকায় মনে ছিলো সংশয়!
অস্পষ্ট সুরে তোমার বিড়বিড় বোল,
হৃদয়ের কোণে যেনো বেদনার হট্টগোল।
ভালোবাসি,ভালোবাসি বলে,
তুলেছিলে যেনো ঝড়!
হঠাৎ বন্ধ হৃদকম্পন, হারিয়ে গেলে তুমি,
মূর্তিমেয় আমি যেনো তপ্ত মরুভূমি।
গরম অশ্রুুর নোনাজলে যেনো স্তব্ধ প্রকৃতি,
কানে বাজে শুধুই তোমার বোলকৃত শেষোক্তি
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি!
প্রথম প্রকাশ- সাতরঙ