
লেখক- সাঁঝ
মৃত এক সময়ে দাঁড়িয়ে প্রশ্ন করে সুখি থাকার চেষ্টা আর কত
আমি আটকে থাকি তোমাতে, হয়তো তুমি অন্য কোথাও অথবা কোথাও না
হয়তো তুমি পাখির মতো স্বাধীন, মেতে আছো সৃষ্টির উল্লাসে
কে আমি তাতে বাধ সাধার, কেনই বা
থেকে যায় শুধু শৃঙ্খল আর নিয়ম
সবুজ আর প্রাণের নেশায় বুঁদ
সীমা ভেঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে রদ দেয়
সেখানে প্রান নেই, সবুজ; আলেয়ার আলো
কোথায় দাঁড়ায়, কোথায় পায় একটুখানি জল!
থমকে যায় সময় মরুঝড়ে
রোদ্রের প্রখরতাপে ভস্মীভূত হয় সম্বল
শুরু হয় অপেক্ষা অনুকম্পার।