
জুলহাজ মান্নান পেশায় একজন ইউএস এইডের নির্বাহী কর্মকর্তা ছিলেন। তার জন্ম ১৯৭৬ সালের ১২ই অক্টোবর। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। স্কুল ও কলেজ জীবনে থাকাকালীন সময় থেকে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জুলহাজ ঢাকা সিটি কলেজ থেকে বি.কম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স করেন। পরবর্তীতে তিনি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন (পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ) বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করেন একই বিশ্ববিদ্যালয় থেকে।
জুলহাজ মান্নান বাংলাদেশের সমকামী জনগোষ্ঠীর একত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিশ্বাস করতেন সমাজের আশেপাশের মানুষজন যৌন এবং লিঙ্গ সংখ্যালঘু জনগোষ্ঠীর ব্যাপারে জানার মাধ্যমেই সমকামিতা নিয়ে যত বিভ্রান্তি তা আস্তে আস্তে লঘু হবে। জুলহাজ মান্নান বাংলাদেশের বাংলাদেশের প্রথম এবং একমাত্র সমপ্রেমী সাময়িকী ‘রূপবান’- এর প্রকাশক এবং সহ-প্রতিষ্ঠাতা। পরবর্তীতে তার নেতৃত্বে ‘রূপবান’ একটি সংগঠনে রূপ নেয় এবং তিনি তার সভাপতি নির্বাচিত হন। ২০১৪ সালের ১৮ই জানুয়ারি ‘রূপবান’ সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশের পর তা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একই বছর ১৪ই এপ্রিলে পহেলা বৈশাখ উদযাপনের সাথে সাথে তিনি ‘রূপবান রঙধনু যাত্রা’ আয়োজন করেন যা বাংলাদেশের প্রান্তিক যৌন ও লিঙ্গ জনগোষ্ঠীর প্রথম প্রকাশ্য র্যালি। ২০১৫ সালেও এটি সুষ্ঠুভাবে আয়োজিত হয়। ২০১৬ সালে আবারও ‘রঙধনু যাত্রা’ আয়োজনের প্রস্তুতিকালে পুলিশের নির্দেশে তা বাতিল হয়ে যায়। এই ঘটনার দশদিন পর ২৫শে এপ্রিল একদল জঙ্গী জোরপূর্বক জুলহাজের বাসায় ঢুকে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের তিন দিন পর আনসার আল-ইসলাম (আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট) টুইটারে এক বিবৃতির মাধ্যমে খুনের দায় স্বীকার করলেও এখন পর্যন্ত সরকার এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত খুনিদের বিচারের আওতায় পারেনি।