
লেখক- রণ
তোমাকে নিয়ে ভাবনাগুলো অজান্তেই কবিতা হয়ে যায়।
তোমার প্রাণোচ্ছল হাসিটা সারাক্ষণ ভেসে থাকে চোখের তারায়।
স্বপ্নে তোমার প্রশস্ত দুবাহুতে বাধা পড়ি বারবার।
তোমার চোখে তাকালে আমি যেন ডুবে যাই এক সীমাহীন অতলে।
কাঁচা-পাকা চুল তোমার যেন স্বর্গীয় দ্যুতি ছড়িয়ে মোহগ্রস্ত করে আমায়।
এ এক অদ্ভুত ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখে সারাক্ষণ।
ভালো থেকো, সুখে থেকো প্রিয়জন।।