
মাহবুব রাব্বি তনয় পেশায় ছিলেন একজন মঞ্চ নাট্যকর্মী। তার জন্ম ১৯৯১ সালের ২৪শে এপ্রিল। শিক্ষাজীবনে তিনি ২০১২ সালে সিদ্ধেশ্বরী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ছোটবেলা থেকেই তিনি মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে যোগ দেন লোকনাট্য দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে। এছাড়াও ২০০৪ সাল থেকে তনয় ‘পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন’ এ শিশুদের নাট্য প্রশিক্ষক এবং ‘এসএটিভি’তে নিয়মিত শিশুতোষ অনুষ্ঠান ‘তিড়িং বিড়িং’-এ ‘শ্যাডো পাপেট’ অংশের সঞ্চালনার দায়িত্বে ছিলেন। ২০১১ সালে তুরস্কে তিনি ‘ইন্টারন্যাশনাল চিলড্রেন থিয়েটার ফেস্টিভ্যাল’ এবং ২০১৩ সালে মোনাকো ও মন্টিকারলোতে ‘ওয়ার্ল্ড থিয়েটার ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণ করেন। মঞ্চ নাটকের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকের সাথেও যুক্ত ছিলেন।
ব্যক্তিগত পরিসরে তিনি সমকামিতা বিষয়ক চলচ্চিত্র প্রচারের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এমডিএসএস সিনে ক্লাব’ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সমকামীদের অধিকার বিষয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি ২০১৩ সালের নভেম্বর মাসে ‘বয়েজ অব বাংলাদেশ’-এর সাথে যুক্ত হন। প্রায় দেড় বছর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সময় তিনি নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও অংশগ্রহণে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশে সমকামী ও উভকামীদের উপর একটি উল্লেখযোগ্য জরিপে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পালন করেন। তনয় ২০১৫ সালের জানুয়ারি মাসে ‘রূপবান-এ আনুষ্ঠানিকভাবে যোগদান এবং এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ‘রূপবান’-এ থাকাকালীন সময়ে তিনি রূপবান রঙধনু যাত্রা, রূপবান ইয়ুথ লিডারশীপ প্রোগ্রাম, রূপবান চলচ্চিত্র উতসব ইত্যাদি কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিলেন। তনয় ২০১৫ সালে যৌন ও লিঙ্গ সংখ্যালঘুদের কবিতার সংকলন বই ‘রূপঙ্ক্তি’ প্রকাশে বিরাট ভূমিকা পালন করেন। ২০১৬ সালের ২৫শে এপ্রিল আততায়ীরা মাহবুব তনয়কে সমকামীদের অধিকার আদায়ে কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে জুলহাজ মান্নানের সাথে একই বাসায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।