
লেখক -রণ
কতো কষ্টে রাখি বেধে মনপাখিটা তোরে,
সুযোগ পেলেই যাসরে উড়ে বন্ধু প্রিয়র শহরে।
বুঝলিনা হায়! এইতো নিয়ম থাকবে যে যার ঘরে!
দুষ্ট-মিষ্টি ভাবনাগুলো অব্যক্ত তাই রবে!
পাখিটাযে এমন পাখি পোষ মানানো দায়!
প্রিয়র কথা ভেবে ভেবে যায়না সে কোথায়!
পাখিটা বড্ডযে কাঁদায়!!
পাখিটা বড্ডযে কাঁদায়!!
বাধতে হবে ভাবছি যে তাই বসবো অনশন!
ফের যদি আর যাসরে বলি অবাধ্য তুই মন!
শান্ত হও এখন!!
শান্ত হও এখন!!