
লেখক -রণ
প্রিয় আমার চোখতো শুধু তোমাকেই দেখতে চায়!
আমার হাত শুধু তোমাকেই আদর করতে চায়!
আমার ঠোঁট কেবল তোমাকেই চুমু খেতে চায়!
আমার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ তোমাকেই প্রার্থনা করে!
আমি কী করবো বলো??
বলেছি, আমাকে তোমার জন্যই তৈরি করছি,
কিন্তু আমিতো জানি তা আর সম্ভব নয়।
তবুও ওদের স্বান্তনা দিতেই আমি সংযমি ভাব নিয়েছি।
ওদের একভাবে বুঝিয়ে যখন একা হই,
হৃদপিণ্ডে ঝংকার তুলে আত্মাটা কেঁদে ওঠে,
বলে, আমিওতো তোমাকেই ভালোবাসি প্রিয় ।।