
লেখক- রণ
জাগরণে ভাবাও তুমি,
স্বপ্নে আসো চলে
বুঝে নিও বন্ধু তুমি কী হয়
এমন কালে !!
নিত্য আমি সাজাই
তোমায় যখন যেমন চাই
তুমি যেমন আমারি এক,
আমিও কি তাই!
স্বাধীন তুমি, মুক্ত তুমি,
যখন যারে চাও
তাইকি সময় ইচ্ছে হলে
আমাকেও দাও!
বুঝতে যদি কতো পাগল
আমি তোমায় চাই!
সারা জীবন ভালোবেসে
পুর্ন হয়ে যাই!!
মন ভরেনা
তোমাকে যতোই ভালোবাসি
ইচ্ছে করে বুকের মাঝে
চিপকে ধরে রাখি!
বন্ধনিতে তোমার বাহু
বালিশ আমার হলে
আমি রবো তোমার বুকে
কোলবালিশের ছলে!
ভাবছো যে তাই পড়েছি হায়,
একোন উটকো জ্বালে!
বুঝবে কেনো এমনো হয়,
তোমারো তাই হলে!