
লিখেছেনঃ তারাশঙ্কর
ছায়াহীন কায়াহীন একতাল মাংসপিন্ড
অসুখী আর নিথর নির্জীব হৃদয়
মায়া আর ভালবাসাহীন এক জীবন-
আর কত, আর কত, আর কত?
এবার তবে মৃত্যু হোক,
এবার তবে ধ্বংস হোক,
অবসান হোক, অবচয় হোক, অবলুপ্ত হোক
তাতেও যদি-
মরা নদীতে জোয়ার আসে
মরা গাছে গোলাপ ফোটে
হৃদয়ে উষ্ণতা আসে
জীবনে ভালবাসা আসে,
তবে তাই হোক!
তবে তাই হোক!