ভেলকি লাগে

এই শীতের রাত কুয়াশা মোড়া চাঁদ সবই ভেলকি লাগে 

যখন শিরদাড়া দিয়ে কলকল করে বয়ে যায় উষ্ণ রক্তস্রোত। 

কামনা নয় বাসনা নয়  ধমনীতে আমার তীব্র যাতনা 

সে যাতনার বিষে রক্ত  হয়ে যায় নীল , পাংশু মেঘের ছায়ার মত 

বিষাদে ছেয়ে যায়  চোখ মুখ!

এই দুরন্ত  নক্ষত্রের বর্ণিল আলো ভেলকি লাগে , ভেলকি লাগে মহাবিশ্বের শুন্যতা 

যখন আমার শুন্যতা  তূর্য নিনাদের মত আঘাতে আঘাতে  ক্ষতবিক্ষত করে দেয়  হৃদয়।

ভেলকি লাগে আমাকে ,আমার অস্তিত্ব কে , যে অস্তিত্বের খামখেয়ালিপনাতে 

আজ আমি কথায় কথায় ভেলকি দেখি ! 

বড় ভেলকি লাগে এ জগত কে , এ জগতের মানুষ গুলিকে 

মনে হয় চিৎকার করে বলি , আমি হতে চাই সবচেয়ে বড় ভেলকিবাজ এর পর দেখি আমার সাথে ভেলকিতে  কে পারে ? 

-শুভ্র নিষাদ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.