
লিখেছেন– জিবরান আহমেদ সাবিত
এই যে যারা জগৎ ছেড়ে
দু’দিন আগে গেল চলে
তাদের সাথে কি দেখা হবে
পরকালের কোন বিকালে?
পরকালটা কি সত্যি হবে
পরকালটা যদি সত্যি হয়
পরকালটা কবে হবে?
ঈস্রাফিল তার শিঙা হাতে
আর কতটা দিন রইবে বসে,
এই পৃথিবীর সকল মানুষ সবাই যদি ভালোবাসে
এই পৃথিবীটাই কি স্বর্গ হতো না।
এই পৃথিবীটা যদি স্বর্গ হয়ে যায়
নরক হবে কোন গ্রহটা?
ঈশ্বর তুমি কোথায় থাকো;
তোমার বাড়ির ঠিকানা কত;
আমি অনেক খুঁজে দেখেছি
তবুও কোথাও ঠিকানা মিলেনি।
পায়ের নিচে মাটি আছে।
এই ঠিকানা শুধু পেয়েছি।
এই যারা জারজ হয়ে-
জন্ম নিয়েছে এই জগতে
নষ্ট পুরুষের পাপের বীর্যে
জীবন যাদের হয়েছে নষ্ট
পাপী না হয় পাপ করেছে
ঈশ্বর তখন কোথায় ছিলো
মানুষ না হয় পাপ করেছে…
(জিবরান ভাই, একজন ট্রান্সমেন বা রূপান্তরকামী পুরুষ )