
লিখেছেন- জিবরান আহমেদ সাবিত
আজো আমার চোখে
সেই গোধূলির রঙ লেগে আছে
মনে হয় একটু আগেও
পাশে বসেছিলে তুমি
অথচ সব মিথ্যে
তুমি পাশে নাই
তোমার দেখা নাই
আমার কি কোথাও
যাওয়ার কথা ছিলো?
কেন আমি বারবার
পুরোনো স্মৃতি মনে করি?
আমি ফুল ভালোবাসি
আমি পাখি ভালোবাসি
আমি মানুষকে ভালোবাসি
আরো কি প্রয়োজন
আছে কারো কাছে!
চিরকাল থাকে না কিছুই
ভালোবাসাও একদিন মরে যায়
স্মৃতিরা তলিয়ে যায়
বিস্মৃতির গহীন অতলে
তবুও সম্ভাবনা ডানা মেলে উড়তে চায়
একদিন উড়ে যাও
যে যার কাছে যেতে চায়
আজো আমার চোখে
গোধূলির সেই রঙ লেগে আছে।
(জিবরান ভাই, একজন ট্রান্সমেন)