নিষিদ্ধ তুমি

লিখেছেন- জিবরান আহমেদ সাবিত

নিসর্গের বিচ্ছিন্নতায় তুমি পথভ্রষ্ট যাযাবরী।

বহু বর্ণের কষ্টে তুমি,

নিবদ্ধ গরবিনী।

বহু অবিশ্বাস

তোমার দেহে অর্কিডের বসবাস।

মহিমায় প্রলুব্ধ

তোমার অবসন্ন নিশ্বাস।

নিষিদ্ধ বাসরে নিবদ্ধ

তুমি প্রতি চন্দ্র রাতে

আক্ষেপবিহীন চোখ তোমার

নিমগ্ন অন্য ঘরে।

আত্ননির্বাসিত তোমার

কামকুপিতা স্বেচ্ছা নির্বাচিত

রঙ্গের সমুদ্রে উষ্ণ

কামনিশ্বাস

তোমার শ্বাসরুদ্ধ নিভন্ত।

বিধ্বস্ত অপবাদ নিয়ে

তুমি খুঁজছো প্রতর্ক

প্রদেশ ফেরার পথ আঁধারে ঢাকা

নিষ্ঠুর নিঃশেষ।

(জিবরান ভাই, একজন ট্রান্সমেন বা রুপান্তরকামী পুরুষ)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.