
আমি তো বলিনি আমাকে ভালোবাসতেই হবে
একটুখানি প্রেমের অভিনয় না হয় করলে—
আমি তো বলিনি আমাকে ভালোবাসতেই হবে
ঝড়ের সময় কাঁধের উপর হাত তো রাখতে পারতে!
আমি তো বলিনি আমাকে ভালোবাসতেই হবে
তোমার কাছ থেকে আমি অতো কিছু আশা করি না।
মিথ্যে একটু আশ্বাস তো আমায় দিতে পারতে—
অন্তত তবু মিথ্যে সুখে খুঁজে পেতাম স্বান্তনা।
আমি তো বলিনি আমাকে ভালোবাসতেই হবে
আমি তো বলিনি আমার জন্য তোমাকে প্রেমপত্র লিখতে
আমি তো বলিনি আমাকে নিয়ে চাঁদে ঘর বাঁধতে
আমি তো বলিনি চুপি চুপি আমার ঘুমের ভেতর বালিশ ঠিক করে দিতে!
আমি তো বলিনি আমাকে ভালোবাসতেই হবে—
আমিই না হয় তোমায় ভালোবেসে যাবো
এভাবেই আমার দিন – মাস – বছর চলে যাবে,
তবু তোমায় আমি পূজো করেই যাবো।
Source: BAH ( Bangladesh Against Homophobia)