লেখক – পিকু

“প্রথমবার এইচআইভি টেস্টের রিপোর্টে যখন নেগেটিভ আসলো,ঘাবড়িয়ে গেলাম! কারণ আমি ভাবতাম, পজিটিভ রেজাল্ট মানেই হয়তো শংঙ্কামুক্ত।”
কথা গুলো হচ্ছিলো মংমনসিংহ নিবাসী স্নেহাশিস(ছদ্মনাম) এর সাথে। তিনি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকে করছেন। তার ভাষ্যমতে,
আমি একজন লিঙ্গবৈচিত্র্যময় এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। শরীরের তাগিদে আমি অনেক মানুষের সাথে যৌনমেলামেশা কিংবা যৌন সংগমে লিপ্ত থাকি। এক্ষেত্রে যৌনরোগ বিশেষ করে এইচআইভি (এইডস) এর মতো মারাত্নক মরণ ব্যাধির ঝুঁকিতে থাকি। এজন্যে আমি সবসময় আমার এলাকাতেই একটি এনজিও পরিচালিত ক্লিনিকে এধরনের ইনফেকশন পরীক্ষা করিয়ে থাকি।
জীবণে প্রথবারের মতো যখন এইচআইডি টেস্ট করাতে গেলাম তখনকার একটা মজার কিংবা বলতে পারেন অদ্ভুতুড়ে বিভ্রান্তিকর ঘটনা ঘটে। এমনিতেই একটু বিব্রতবোধ করছিলাম কে কীভাবে দেখছে। তখনো আমি বুঝতাম না নেগেটিভ/পজিটিভ এর বিষয়ে, প্রায় ২/৩বছর আগের ঘটনা।
রিপোর্ট এ রেজাল্ট এলো নেগেটিভ! ভয়ে আৎতকে উঠলাম। কি হবে এবার! আমি ভাবতাম, পজিটিভ রেজাল্ট মানেই হয়তো শংঙ্কামুক্ত। আমার চিন্তার অবসান ঘটলো তখনি, যখন কমিউনিটির একজন বিষয়টা আমায় বুঝিয়ে বললো। তখন হাফ ছেড়ে বাচঁলাম!
স্নেহাশিস তখন ভয় নিয়েই অন্ততপক্ষে এইডস এর টেস্ট করানোর জন্যে ক্লিনিক অব্দি যেতে পেরেছিলেন। তার কাছে তথ্য ছিলো যে, এইডস এর টেস্ট কোথায় করানো হয়। আমাদের মধ্যে এ বিষয়ে কতোজন সচেতন? আমি,আপনি সহ আমাদের চারপাশের লোকেরা কী জানেন এইচআইভির টেস্টের জন্যে বিভিন্ন ক্লিনিক রয়েছে? উত্তর হয়তো, “না”। কারণ বিষয়টাকে আমরা অতোটা গুরুত্বপূর্ণই হয়তো মনে করিনা। নিরোধ (কন্ডম) ব্যবহার না করে যখন সংগমে লিপ্ত হই তখনো আমাদের টনক নড়ে না! স্নেহাশিস শহুরে নন। তিনি অন্তত জানতেন এবিষয়ে। কিন্তু শহরের লিঙ্গবৈচিত্র‍্যময় মানুষগুলোর মধ্যে কতোজন জীবণে এইচআইডি টেস্ট করিয়েছেন??
চলুন জেনে নেই এইডস এর বিষয়ে কিছু সাধারণ তথ্য এবং আমার বক্তব্য,

mondroadmin Avatar

Posted by

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.