
লিখেছেন- নিশাদ ইসলাম
লেখা সম্পাদনা – পিহু
ঢাকায় কামরাঙ্গি চরের বাসিন্দা আমরা, আমি আর আমার ফ্রেন্ড “ত”। ২০২০সালে এস.এস.সি পাশ করেছি। আমাদের এলাকার প্রথম গভঃমেন্ট হাইস্কুলে ১ম ব্যাচ ছিলাম আমরা। আর হাই স্কুলে ওর সাথেই আমার প্রথম বন্ধুত্ব হয়েছিলো, তাই বলা চলে বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের বন্ধু। অনেক সাহায্য প্রবণ ও। যেকোনো সমস্যায় যথাসম্ভব সাহায্য করতো আমাকে। তো সম্প্রতি আমি ওর মামার দোকানে গিয়েছিলাম। কারণ ও সারাদিন সেখানেই বসে থাকে, তো আড্ডা দিতে গেলাম।
তো আড্ডার একপর্যায়ে আমি ওকে বললাম , “তোর মতো কাছের বন্ধু আমার আর নাই, তো আমার ব্যাপারে সব জানা তোর অধিকার। কিন্তু আমাকে কথা দে যে এটা শোনার তুই আমাকে এড়িয়ে চলবি না!”
ও বলল, ” বল, বল! সমস্যা নাই ”
তো আমি দীর্ঘনিশ্বাস নিয়ে বললাম, “আমি গে।”
ও বলল, ” তো কী হইসে? এসব নিয়া আমি মাথা ঘামাই না! ”
তারপর আরকি। ওর সাথে এখনো ভালো সম্পর্ক আছে।
আর আমাকে বলে, “কেউ তোকে নিয়া হাসি-তামাশা করলে আমাকে বলবি।”
এই ছিলো আমার সাধারণ একটা আত্নপ্রকাশের ঘটনা।