
লিখেছেন- ফ্লিন রাইডার
৮ ডিসেম্বর প্যানসেক্সুয়াল প্রাইড ডে, এই দিনটিতে প্যানসেক্সুয়ালিটী উদযাপন করা হয়। প্যানসেক্সুয়াল পতাকায় তিনটি রং থাকে যথাক্রমে গোলাপি, হলুদ, আকাশি।
প্যানসেকসুয়াল কি ?
প্যানসেকসুয়ালিটী হল লিঙ্গ এবং যৌন পরিচয় যাই হোক না কেন, সকল লিঙ্গ ও যৌন পরিচয়ের মানুষের উপর মানসিক এবং শারীরিক বা শুধু মানসিক বা শুধু শারীরিক আকর্ষণ অনুভব করা। “প্যান” উপসর্গটি হল একটি গ্রিক শব্দ যার অর্থ হল ”সব/ সমস্ত”। এবং প্যানসেক্সুয়াল শব্দটি বিশেষ্য বা বিশেষণ হিসাবে ব্যবহার করা হয় ,একজন প্যানসেক্সুয়াল মানুষকে বর্ণনা করবার ক্ষেত্রে।
প্যান-সেক্সুয়াল বনাম বাইসেক্সুয়াল
কখনো প্যান-সেক্সুয়ালটি টার্মটি বাইসেক্সুয়ালিটীর প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হয় । প্যানসেক্সুয়ালিটী যৌন পরিচয় হল বাইসেক্সুয়াল ছাতা পরিচয়ের একটি অংশ , যেখানে একজন মানুষ একাধিক জেন্ডারের মানুষের প্রতি আকর্ষণ অনুভব করতে পারে।
GLAAD(Gay & Lesbian Alliance Against Defamation) এর তথ্য সুত্র মতে, বাইসেকসুয়াল পরিচয় এর মানে একের অধিক জেন্ডারের প্রতি আকর্ষণ অনুভব করা। আর প্যান-সেক্সুয়াল পরিচয় এর মানে হল একের অধিক জেন্ডারের প্রতি আকর্ষণ অনুভব করা বা জেন্ডার নির্বিশেষ সকল লিঙ্গ এবং যৌন পরিচয়ের মানুষের উপর আকর্ষণ অনুভব করা, এখানে কিন্তু বাইসেক্সুয়াল আর প্যানসেকসুয়াল ওভারল্যাপ করে। এখন একজন মানুষ নিজেকে বাইসেকসুয়াল নাকি প্যানসেক্সুয়াল কোন পরিচয়ে কিভাবে নিজেকে প্রকাশ করবেন এটা তাঁর উপর নির্ভর করবে ,যেই পরিচয়ে উনি সবচে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই পরিচয়েই উনি নিজেকে প্রকাশ করবেন।
এখন একজন প্যানসেকসুয়াল মানুষ নিজে ট্রান্স-জেন্ডার হতে পারেন, নন বাইনারি হতে পারেন আবার একই সাথে একজন প্যানসেক্সুয়াল মানুষ সিস-জেন্ডার, ট্রান্সজেণ্ডার, নন বাইনারী, জেন্ডার নন কনফরমিং মানুষের প্রতি আকর্ষণ অনুভব করতে পারে।
জিনাল মোনের মত বড় সংগীত তারকারা এবং মানুষরা প্যানসেকসুয়াল হিসাবে আত্মপ্রকাশ বা কামিং আউট করছে। প্যান হিসাবে কামিংআউটের মাধ্যমে, বাই ছাতার নিচে একসাথে সহাবস্থান করা বিভিন্ন লিঙ্গ এবং যৌন পরিচয়ের মানুষদেরকে তারা ভিজিবিল/দৃশ্যমান হতে সাহায্য করছে।