
আমি একজন ছেলে (১৮)কুমিল্লা থেকে বলছি,।আমি গে,সেটা নিয়ে আমি ভয় বা গিলটি ফিল করি না। যারা গে, লেসবিয়ান আছেন নিজের মন থেকে এই খারাপ ভাবনা থাকলে ঝেড়ে ফেলে দেন,আগে নিজের ভাল থাকাটা নিশ্চিত করেন।এবার আমার কথা কিছু বলি,আমি ছোট বেলা থেকে গে ছিলাম না। আমি যখন প্রাইমারিতে ছিলাম আমার ই এক কাজিন আমাকে এবিউজ করতো,বয়সে অনেক বড় ছিল,সে আমার শিক্ষক ছিল তাই ভয় পেতাম কিছু বলতাম না।প্রাইমারি শেষ করে সিটি তে আসি এখানে এসে নিজেকে নতুন করে আবিষ্কার করি,হাইস্কুলে আসার পর থেকেই ছেলেদের প্রতি একটা ভালোলাগা অনুভব করি,তখন থেকেই আমি নিজের সত্তা টা চিনতে পারি।মাঝে মাঝে মনে হয় হয়তো কৈশোর এর ঘটনাগুলি আমার উপর প্রভাব ফেলেছে,জানি না।স্কুল এ একটা ছেলে কে খুব ভালো লাগ, ক্লাস করার ফাকে কত সময় তার দিকে চেয়ে কাটিয়ে ছিলাম সেগুলো এখন আমার…. যাক।৮ মাস এর সম্পর্ক ছিল তার সাথে অবশ্য শারীরিক কিছু নয়,তাকে বুঝতেই আমার অনেক সময় লেগেছিল প্রথম অনুভুতি ছিল যে! ঠোট ভেজা দুটি চুমু ছাড়া কিছুই ছিলনা, আমি এগুইনি।তাকে নিয়ে অনেক সপ্ন দেখেছি ঘুমের ঘোরে প্রথম সপ্ন টাই ছিল এমন আমি কোথাও একটা যায়গায় দারিয়ে আছি সে দৌড়ে আসে আমার কাছে আমি কিছু বলার আগেই বলল আমি তোকে ভালবাসি না যদিও বাস্তবে আমি কখনই তাকে ভালবাসার কথা বলি নি।সেদিন রাত টা কিভাবে কেটেছিল বলতে পারব না, তবে তার তার ঘুমের ঘোরে এসে বলা কথাটাই সত্য ছিল।কিছু দিন পরই সেই সম্পর্ক টা ভেংগে যায়,সে ই ভাংগে। বেশ কঠিন সময় ছিল আমার জন্য, তার জন্যে নয় কারন সে কখনই গে ছিল না,হয়ত যা করেছে আবেগের বশে করেছে পরে সেটা চলে গেছে! তার ১ বছর পর আবার কারো সাথে আমার দেখা হয় তবে এবার তার ও আমার প্রতি ফিল ছিল, আমি সেদিক দিয়ে ভাগ্যবান ছিলাম। সাধারণ মানুষেরা ভাবেন যারা গে, লেসবো তারা যাচ্ছেতাই।তাদের ও যে সুন্দর একটা জীবন এর কামনা থাকতে পারে সেই কথা বুঝে ক’জন?.. যা বলছিলাম,২য় বার যার সাথে দেখা হয় আমার,সে ও আমার ক্লাস মেট ছিল,যতটুকু মনে পরে নবম শ্রেনী তে প্রথম ক্লাস এ তার হাসি টা দেখেই ভাল লাগে,আমার সাথে পরিচয় হতে আসে আমি হা করে তাকিয়ে ছিলাম হাহা। তার পর থেকে বন্ধুত্ত গড়ে উঠে আমাদের।পুরো ১ টা বছর লেগেছিল তাকে আমার অনুভুতি বোঝাতে! কারন সে গে ছিলনা,এখন আমি অতীত নিয়ে ভাবি না কারন আমার এমন একজন আছে যে আমাকে কেয়ার করে আমাকে বুঝতে পারে অনেক ভালবাসে। আমি ভাগ্যবান এই কথা টা এখন আমার জন্য সারথক।আমাদের দুজনের অনেক সুন্দর মুহুর্ত আছে মনে করবার মত, তার চিকন ঠোঁট এর হাসি আমাকে অতিত ভুলিয়ে দেয়।সে এখন আমার সব কথাই জানে,তবু ও কেনো আমাকে এত ভালবাসে! ওই যে বললাম আমি ভাগ্যবান হয়তো সেই জন্য। আমাদের সম্পর্ক ৩ বছর হতে চলছে, এই লম্বা সময় টা তে কখনো এতটুকু ফাটল ধরে নি।তার বাসায় প্রায়ই যাওয়া আসা হয়, একটা কথাই ধরুন না! সে’বার তার বাসায় গিয়েছিলাম পরদিন তার ক্লাস ছিল আমার ছিল না অনেক রাত করে মুভি দেখে ঘুমিয়েছি আমি কেন জানি খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, চোখ মেলেই দেখি সে আধো শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পরাতে বলল “কিরে তুই উঠছোছ কেন?তোর না আজকে কলেজ নাই” আমি বললাম না নাই কিন্তু হঠাৎ ঘুম ভেংগে গেছে।আর কিছু বলে নি😊আমার খুব ভাল লাগার মুহুর্ত ছিল সেটা। এমন শত শত মুহূর্ত আছে আমাদের ভালবাসার , ভাললাগার। এখন আমরা ২ জন ভাল আছি। কামনা এটা যাতে সবাই ভাল থাকে। লিংগ,ধর্ম যার সেটা থাকুক সবাই ই ভাল থাকুক, সকল গে,লেসবিয়ান,বাই,Trans এবং বাকি সবাইকে অনেক অনেক ভালোবাসা,সবার পথচলা অনেক সুন্দর হোক। সময় ব্যায় করে পড়ার জন্য ধন্যবাদ।
Source: BAH ( Bangladesh Against Homophobia )