
ভাগ্যক্রমে পেয়েছি তাকে । সত্যি ওর মতো মেয়ে হয় না, কখনো ভাবিনি এদেশে থেকে এমন ভালোবাসার ছোঁয়া পাবো,, আমি ইন্টার ২য় বর্ষের ছাত্রী আর ভালোবাসার মানুষটা এখন জব করছে আমার থেকে মাত্র ৬ বছরের বড় ও ,, ছোট থেকেই মেয়েদের দেখে খুব লজ্জা পেতাম বুঝতাম না কেন যখন আয়নার সামনে দাড়িয়ে সাজতাম ভাবতাম কোন মেয়ে যেনো দেখে ভালো বলে সুন্দর বলে কেন এমনটা ভাবতাম সেটাও বুঝতাম না , এক জনের কাছে লেসবিয়ান শব্দটা শুনে মনে খটকা লাগে জিজ্ঞাসা করলাম মানে কি সে বললো মেয়ে মেয়ে চুম্মা চাটি ঠিক এভাবেই বলেছিল সে আমি শুধু বলেছিলাম ভালো ভাবেও তো বলতে পারতেন ,, যাই হোক লেসবিয়ান কথাটা শুনার পর YouTube থেকে lgbtq সম্পর্কে কিছু ভিডিও দেখে সব বুঝতে পারি, তখনও নিজেকে লেসবিয়ান হিসাবে মেনে নিতে পারি নি আস্তে আস্তে এই টাইপ মুভি সিরিজ দেখা শুরু করি তারপর শুরু হয় বই পড়া বিভিন্ন এপ্স থেকে বই পড়তাম , ঠিক তেমনি পরিচয় হয় তার সাথে, সে একটা বই লিখছিল একটা বই এ প্রথম কমেন্ট টা আমি করি, সে আমাকে ধন্যবাদ জানায়। তখনও ভাবিনি এই মেয়েটাই কোন একদিন লাইফের সব হয়ে যাবে,, তারপর ওকে ফ্রেন্ডশিপের ওফার দেই আমার জিমেইল আইডি দেই সারাদিন মেইলে কথা হতো আমাদের, মেইল বক্স ফুল হয়ে যাওয়ায় আমি আমার ফেসবুক আইডি দেই , রাত দিন সব সময় চ্যাটিং হতো আমাদের একদিন হুট করে আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে দেই শুরু হয়ে যায় ম্যাসেজিং করা ,,, আমরা ফ্রেন্ড হিসাবেই কথা বলছিলাম তখনও পর্যন্ত , এক রাতে ওর মনটা খুব খারাপ ছিল ওর বিয়ে নিয়ে ওর আম্মুর সাথে একটু কথা কাটাকাটি হয় তখন ও কোন জব করছিল না ,, ও আমাকে বললো ওর নাকি খুব মন খারাপ, আমি ওকে আমাকে ফোন দেওয়া পারমিশন দেই, ও কল করে। আমি কথা বলতে পারছিলাম না খুব লজ্জা লাগে আর নার্ভাস হয়ে পড়েছিলাম ,, ও আমাকে সহজ করার জন্য অনেক অনেক কথা বলছে,, ২/৩ ঘন্টার মতো কথা হয় আমাদের, এভাবেই চলতে থাকে প্রতি রাতে কথা বলা ,, একদিন কথা না বলে ও থাকতে পারতো না আমিও পারতাম না , হুট করে একদিন প্রপোজ করে বসে বোকা মেয়েটা, আমি জানতাম ও আমাকে লাইক করে কিন্তু কখনও ভাবিনি ভালোবেসেও ফেলবে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম সে রাতে , শুধু এটুকুই বলেছিলাম- এদেশে চাইলেই সব হয় না সব করা সম্ভব না,, ও বলেছিল মন যেদিন বলতে বলবে সেদিন বলে দিও “l love you too”,, বেশি দিন লাগেনি, সাড়া দিয়ে দেই ওর ডাকে। শুরু হয়ে যায় আমাদের ভালোবাসার নতুন অধ্যায় ,, খুব খুব ভালোবাসে মেয়েটা আমায়, কখনও ভাবিনি এতো ভালোবাসার মতো কাওকে পাবো,, সব সময় ভিডিও কলে কথা বলি যখন ওর চোখ হাসি মাখা মুখ দেখি মনে কোন দুঃখই থাকে না মনে হয় এ জিবনে আর কিছুই চাইনা ওই মুখের হাসিটার জন্য সব করতে পারি, ও থাকে ঢাকা আমি থাকি ঢাকার বাইরে, বুঝতেই পারছেন কি ধরনের রিলেশনশিপ আমাদের , চাইলেই দেখা করতে পারিনা , হাতে হাত রেখে কথা বলতে পারি না ,, এইতো নভেম্বরের ২ তারিখে সে এসে দেখা করে গেল এক ফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছিল রেস্টুরেন্টে বসে কথা বলছিলাম, যখনি তার ফ্রেন্ড বাইতে যেত তখনি আমার হাতটা আলতো করে ধরেছে , চোখে ফুটে ওঠা ভালোবাসা নিয়ে বলেছে আই লাভ ইউ,, এতো ভালো লাগার মাঝেও আমি ভালো নেই, কথায় আছে না সুখ বেশি দিন স্থায়ি হয় না ,, খুব জলদি চলে যাবে দেশের বাইরে অন্য দেশে যেখানে ও ওর মতো করে বাঁচতে পারবে , যেখানে থাকবে না বয়স হয়ে যাচ্ছে বিয়ে করে ফেলো বলার মতো কোন ফেমেলি ,, এখন শুধু একটাই চাওয়া, যতদিন আছে এই দেশে তত দিন আমার সম্পূর্ন ভালোবাসা দিয়ে ওর জিবন সাজিয়ে দেওয়া,, যন্ত্রনাটা না কাওকে বলতে পারছি না নিজে সহ্য করতে পারছি। ভালোবাসা পেয়েও এভাবে হারাবো ভাবিনি, সত্যি খুব ভালোবাসি ওকে, আমার, শুধু মাত্র আমার, যাকে ঘিরে ছিল হাজারো সপ্ন|
Source: BAH ( Bangladesh Against Homophobia )

Leave a comment