
প্রিয়তমা প্রেয়সী,
বল, আর কতকাল থাকবো তোমার অপেক্ষায়, গুনবো প্রহর নিরন্তর? আর কত খুঁজবো তোমায় রাতের তারায়, ভোরের স্নিগ্ধতায়, দুপুরের খর রৌদ্রে কিংবা গোধূলির আলোক মেলায়? জানো প্রিয়া, খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে জোছনা বিলাসের, তোমার কাঁধে মাথা রেখে কাটিয়ে দিতে অনন্তকাল,মহাকাল। খুব সাধ জাগে, নগ্ন বালিতে শুয়ে হাতে হাত রেখে তারায় তারায় হারিয়ে যেতে। তুমি পাশে থাকলে যেন থমকে যাবে পৃথিবী, থেমে যাবে সময়ের স্রোত। তোমাকে আমি আমার প্রয়োজন বানাতে চাইনা, চাই প্রিয়জন হিসেবে। আমি তোমাকে নগ্ন করতে চাই না, চাই ভালোবাসার চাদরে ঢেকে রাখতে। আমি তোমাকে ভোগ করতে চাইনা, চাই তোমার স্পর্শে জীবনকে উপভোগ করতে। শরীর চাইনা, চাই একটু ভালোবাসা, একটু প্রেমময় স্পর্শ, একটু যত্ন, একটু অভিমান, একটু মায়া, একটু টান আর অনেকখানি অনুভূতি। রেডি করা খাবারের মত তোমাকে ভোগ করতে চাইনা, চাই তোমার উষ্ণ ভালোবাসা আর প্রেমাক্ত ছোঁয়া।
জানিনা, কখনও এ অপেক্ষা শেষ হবে কিনা। ফুরোবে কিনা এ যন্ত্রণাময় প্রহর। অবসান হবে কি না সমস্ত চাওয়া- পাওয়ার। তবু অপেক্ষায় থাকি। জেগে থাকি রাত্রি- ভোর। গল্প করি নিঃসঙ্গ আকাশের সাথে। সেও বড্ড একা, আমারই মত। শুধু ওর কষ্ট হলে পৃথিবীকে সিক্ত করে ঝরঝর করে কাঁদে। আর আমি কাঁদি অন্তরালে, মুখ লুকিয়ে।।।
Source: BAH ( Bangladesh Against Homophobia)