
প্রিয় অপূর্ণতা,
“হাওয়ারা হঠাৎ এসে জানালো,তুমি তো আমার কাছে আসবে না,তবে কি একাই থাকবো,আমার কেহ নেই”
-প্রহরী
শাহবাগের রাস্তার মোড়ে তোমার সামনে দাড়িয়ে আমি কান্না করে দিয়েছিলাম মনে পড়ে,অপূর্ণতা?আমাকে থামিয়ে সেদিন ওদের সাথে বা ওর সাথে আমার দিকে না ঘুরে না তাকিয়েই চলে গেলে…..সেদিন আমি দেখেছিলাম দূর থেকে….তোমার অবহেলা…আর সহ্যের জন্য বিধাতার কাছে বার বার শক্তি চাচ্ছিলাম,হাজার লোকের ফুটপাতে…
কতবছর দেখা হলেই আমরা হাত ধরে কাটিয়েছিলাম!গোধূলিবেলায় একসাথে তোমাদের ছাদ থেকে সূর্যের ডুবে যাও দেখেছিলাম কতবার!
জানো,আমাকে যদি বলতে তুমি শাহবাগের রাস্তায় আমাকে নিয়ে কাটাতে চাও,তাহলে আমি ঠিকই যুদ্ধ জয় করে শাহবাগের রাস্তায় হাটতাম এখন ….তোমার সাথে…
আচ্ছা,আমার জন্য কি তোমার ভালোবাসার কোন অনুভূতিই ছিলনা?বন্ধুত্বের সীমার বাইরের ভালোবাসা।
যদি নাই বা থাকে তাহলে এসব ঘটতো বা ঘটেছিলো কেনো আমাদের সাথে???
আমাকে দুর্বল করেছিলে কেনো??
আমাকে না চাইলে বলে দিতে পারতে…
কিন্তু এখন,যাও আমি নিজ থেকেই তোমাকে ছেড়ে দিলাম,তুমি উড়তে চাইছো পাখির মতো,মুক্তি দিলাম তোমাকে,চিরমুক্তি….
বিশ্ববিদ্যালয় জীবনে অনেক ভালো থেকো,তুমি যাকে চাও তাকে যেনো পাও।আমি না হয় তোমাকে না পেয়েই থাকি,আমার ভালোবাসাটা তো তোমাদের সমাজের নিয়মে বিষাক্ত।।তাই,তোমার অভিনয়ই পুষে থাকি…
আমি তোমার অভিনয়কেই ভালোবেসে থাকবো,মিথ্যা কে সত্য মনে করে একঘোরে কাটিয়ে দিবো জীবন…..তোমাকে না পেয়ে এভাবে একা জীবন কাটিয়ে বুড়ো হয়ে মরে যাবো…আমার ভালোবাসা টা যে সত্য…তোমার প্রতি আমার অনুভূতি খুব বিশুদ্ধ…পানির চাইতেও বিশুদ্ধ….
৬-৭ বছর পর তো তুমি তোমার ক্যাম্পাসের ভালোবাসাকেই বিয়ে করে ফেলবে,এরপর ফুটফুটে কন্যা হবে তোমার …আমাকে যদি তোমার মনে থাকে তবে ওদের জানিও আমি তোমার জন্য কত পাগল ছিলাম….যদি আমার কথা তোমার মনে থাকে আর কি!…কেননা,তখন সময় পাবে কই?সুখের শহরে এই অশান্তি কে মনে রাখার??
যাক,তুমি জীবনেও এই পেইজে এসে লেখাগুলো পড়বে না আমি জানি,কিন্তু তাও লিখে গেলাম পেইজটাতে…ভুলে যদি কখনো এই পেজে আসো আমার লেখারধরণ হয়তো তুমি চিনবে,ওই যে আমি সেই মানুষটা যে মানুষটা আকশে সুন্দর চাদ উঠলে ফোনে মেসেজ করে বলতো, ‘আকাশটা দেখো,অনেক সুন্দর চাঁদ উঠবে আজ’।আমি সেই মানুষটা যে Van Gogh, Frida Kahlo ভালোবাসে….এখন নিশ্চয় আমাকে চিনেছো?মনে পড়েছে??নাকি খেয়ে ফেলেছো আমার মেমোরিজ??
তুমি তো কখনোই আমার কাছে ফিরবে না, অপূর্ণতা….কাওকে এভাবে মিথ্যে ভালোবাসার খেলায় বেধো না,প্লিজ।অনেক ভালো থেকো,অনেক সুখী হও,সুরঞ্জনা,ওই ছেলেটার সাথে….
খুব জানতে ইচ্ছে হয়,অনেক সুখে আছো এখন নতুনের সাথে তাইনা?অনেক হাসো প্রতিদিন তাইনা?নতুনকে নিয়ে ভাবো?নতুন জ্ঞান পাচ্ছো,সা্হস পাচ্ছো এগিয়ে চলার..
সবকিছু দুমড়ে মুচড়ে এগিয়ে যাচ্ছো তুমি…..
আর আমি?? 🙂
তুমি তো,আমার সুরঞ্জনা……
আমার অপূর্ণতা….
Source: BAH ( Bangladesh Against Homophobia)