অস্তিত্ব

নিজের জেন্ডার আর হোমেসেক্সুয়াল আইডেন্টটি প্রকাশের পরে  বিভিন্ন সময়ে কমিউনিটির বিভিন্ন জন প্রেমের হাওয়া লাগিয়েছিলো,, যখন থেকে বুঝেছিলাম যে লড়াইয়ে নেমেছি সে লড়াইটা একার,সে লড়াইটা চালাতে গিয়ে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে,অনেক কিছু হারাতে হবে,তখন এটিও বুঝেছিলাম আমার সাথে পথ চলতে গেলে,আমার হাতটি ধরতে হলে অনেক বেশি হিস্মত লাগবে,অনেক বেশি সাহস লাগবে,আমার দু একটি বিষয় ভাল লাগলেই হবেনা,আমার আপাদমস্তক গ্রহন করবার মানসিকতা থাকতে হবে,একসাথে লড়াই করার, পেরাগুলো সহ্য করার ধৈর্য্য থাকতে হবে।

সত্যি বলতে নিজ থেকে সে কারনেই কখনো কাউকে ভালবাসতে যাইনি,কোন সুদর্শন, সুন্দর,এরকম ওরকম হতে হবে এমন ভাবনা নিয়েও কারোর দিকে তাকাইনি,অপেক্ষা করেছি সেই কাঙ্খিতজনের যে আমার সমস্তটা ভালবাসবে।

কিন্তু আমি বড্ড অবুঝ আর বোকা চিরকালই,যে বা যারা এসেছিলো ভালবাসতে আমি ভেবেছিলাম তারা যেহেতু সবটা জানে সেহেতু জেনে শুনেইতো বিষপান করতে আসছে,কিন্তু আমার ভাবনাগুলো কদিন যেতে না যেতেই ভুল প্রমানীত হতে থাকে যখন সবাই সবার আকাঙ্খার মানুষটি হতে বলে আমায়।

আমাকে ভালবাসা দিয়ে তারা যখন আমার থেকে ভালবাসা পেতে শুরু করে তখনই আমি তাদের সত্যি মানুষটা দেখতে পাই,যেমন তারা চায়, যেমন তাদের ইচ্ছে।

তখন কেউ বলেছিলো মুখটা বন্ধ করতে হবে,তখন কেউ বলেছিলো এইরকম বেশভূষা পরিহার করতে হবে,কেউ বলেছিলো রাস্তাঘাটে চলার সময় কোঁমড়টা সোজা রাখতে হবে,কেউ বলেছিলো দাঁড়িটা রাখতে হবে,কেউ বলেছিলো দাঁড়িটা ফেলতে হবে।

ভালবাসার জন্য মানুষ অনেক ত্যাগ করে,অনেক কিছু সহ্য করে,স্বাভাবিক সেগুলো।

কিন্তু  ভালবাসার জন্য নিজের অস্তিত্বকে অসম্মান করাটা আমি কোনদিনও মানতে পারিনি,আর পারবোওনা।

আমি মনে করি তারা আমায় ভালবাসেনি,তারা তাদের স্বপ্নের মানুষটি হতে বলেছিলো আমাকে,তাই সেরকম যদি কেউ আমার থেকে আরও ভালো হতে পারে তবে তাকেই তাদের প্রয়োজন।

কোন ভরসা পাইনি,তাই কারোর জন্য নিজেকে বিন্দুমাত্র পরিবর্তন করিনি,নিজের যন্ত্রনা নিজের আবেগকে তাই বরাবরই মাটি চাপা দিয়েছি,তবু দিনশেষে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি এই ভেবে যে নিজের মনের বিরুদ্ধে কারোর জন্য যাইনি,নিজের আত্নমর্যাদা রক্ষা করেছি।

আবার এই বলে নিজেকে শান্তনা দিয়েছি যে,আমার এই বন্ধুর পথে একসাথে চলার মতো তারা কেউ যোগ্য ছিলোনা,তাই চলতে পারেনি।

আমাকে গ্রহন করতে গেলে যে যে যোগ্যতাগুলোর প্রয়োজন তাদের সেসব ছিলোনা।

অনেকে বলতে পারেন নিজের পরিবর্তন করা কি আত্নমর্যাদা নষ্ট করা!

আমি বলবো অবশ্যই না,আমরা সবসময় নিজেদের পরিবর্তনের মাঝেই রাখি,কিন্তু যেগুলো আপনার হাতে নেই,যেগুলো আপনার একেবারে স্বকীয় কিছু সেসব পরিবর্তনের জন্য যারা বলে তারা আপনার অস্তিত্বকে আঘাত করে,তাদের প্রতি ভালবাসা থাকেনা,কমতে কমতে শেষ হয়ে যায়।

আমি একা আছি,কিন্তু ভালো আছি,কারন আমি আমাকে যতোটা গ্রহন করতে পারি তার কিয়দংশও কেউ গ্রহন করতে পারবেনা সেটা বুঝে গেছি।

সবশেষে একটি কথা বলতে চাই,আমিও মানুষ,আমার ভেতরেও প্রেম আছে,প্রীতি আছে,ভালবাসা আছে,আমিও ভুল করি,ভালবাসার মত কিছু দেখলে সেগুলোকে ভালবাসা বলে বুকে নেই,ভাবি এই বুঝি পেলাম সেই অমূল্য ধন,কিন্তু ভুলটা ভাঙে যখন তখন কষ্ট লাগলেও শিখি অনেক,বুঝি অনেক।

এভাবেই ভুল করতে করতে জীবনের দিনগুলো ফুরিয়ে যাবে,জীবন আর কদিনের।

প্রেম দিয়ে হৃদয়ের সুধা আর ভরাতে চাইনা,কিন্তু যে বা যারা আসবে তাদের ফেরাবোওনা,কারন সেটিওতো দেখতে চাই শেষ জীবন পর্যন্ত সত্যিই কি সবাই এক কিনা!

মৃত্যুর আগ পর্যন্ত সবাই যদি ওরকমই হয়,তখন আমি ধরে নিবো সবাই সঠিক,আমিই হয়তো ভুল ছিলাম,আমিই বেঠিক।

Source: BAH (Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.