আজও তোমায় ভালোবাসি

আমি কে, এমন কেন বুঝতে বুঝতে ২৩/২৪ বছর পার হল। তোমার সাথে আমার পরিচয় গত বছরের নভেম্বরে। তোমার ছবি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম।আমার ভয়েস তুমি অনেক পছন্দ করতে।আমি তো আমার ভয়েস তোমাকে দিয়ে দিয়েছি।আমরা কথা বলতে বলতে কখন যে প্রেমে পড়লাম কেউই জানলাম না। কত কথা ছিল আমাদের!!!  কত রাত না ঘুমিয়ে আমরা কথা বলেছি মনে আছে কি তোমার???ভালবাসা কি সেটা আমি তোমার কাছ থেকে জেনেছি। আমার অন্যায়, ভুল সব সময় মাফ করে দিয়েছ।তোমাকে কোন দিন আমি পাবো নাহ। আমাদের সম্পর্ক হল নামহীন, গোত্রহীন।কারন তুমি নাম কখনো দিতে পার নাই  তাই। আমার কি দোষ বলবা  একটু!!! তোমাকে অনেক ভালবাসি, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তুমি অসুস্থ জানলে রোজা, নামাজ পড়ে তোমার জন্য এই আমার দোষ। ভালবেসে আমি বোকা হয়ে থাকতাম।ভালবাসার মানুষের কাছে ব্যাক্তিত্ব দেখিয়ে কি আর ভালবাসা হয়।বিনা কারনে অনেক বার আমাকে ভুল বুঝেছ ।কত ঘটনা হল, সব বলে এ জীবনে আমার শেষ হবে না।  আরো সাত টা জীবন লাগবে।বাবু,আমি ওই কাজ টা করি নাই।তুমি আমাকে মারো , খারাপ কথা বলল,আমার কোন কষ্ট নাই কিন্তুু কাউকে একবার হলেঔ সত্যি আর মিথ্যা হোক ভালবাসি বললে কি অন্য কাউকে দিয়ে কি অপমান করানো যায় বল। আমার কষ্ট এখানে।আমি ভাগ্যবতী যে আমার ভালবাসা তোমার সাথে শেয়ার করতে পারছি।আমাকে ভুল বুঝে  ব্লক দিয়েছ।ব্লক হল হাজার কষ্টের ভিতরে মাঝে বড় কষ্ট বাবু।সে দিন আমি তোমার সাথে কথা কাটাকাটি করেছি কারন আমি আর এমন ব্যবহার নিতে পারছিলাম না।তুমি জান তোমায় কত ভালবাসি।আমার কোন চাওয়া নাই বিশ্বাস কর!! শুধু চাই তুমি যার সাথে থাক, যেখানে থাক ভাল থাক, চেয়েছিলাম একটা সুসম্পর্ক আমাদের সারা জীবন থাকুক।আমি রাস্তার মেয়ে না।ভালবাসাটা আমার জীবনে ভুল কিন্তুু তোমাকে ভালবাসাটা ঠিক আমার ভুল???? আমি ভাল আর খারাপের মাঝে আছি। আমি এখন ও তোমাকে সম্মান করি আর  করব। মানুষের কথাই সব বাবু। আমি জানি কত রাত আমি ঘুৃমায়নি।খাওয়া দাওয়া করি না কারন আমার দোষ না জেনে আমি ব্লক খেলাম।আমার সাথে অনেক কিছু হচ্ছে এই কয় দিনে।একটু শুনবা বাবু?…এখন ভাল থাকবার অভিনয়টা করি।আর কিছু না।নামাজ পড়তে গেলে আমাদের সব কথা মনে পড়ে।জানি,২০২০ তে আমার মন,ভালবাসা ১৯৯৫ সালে ভালবাসার মত যে তোমার কথা ভেবে আমি সব সুখ পায়। সবাইকে একদিন চলে যেতে হবে আমি চাই না খারাপ ধারনটা থাকুক।বাবু ভালবাসা এক অদ্ভুত অনুভূতি। তুমি সর্বদা আমার কাছে সেরা।  বাকি গল্প অন্য দিন৷

Source: BAH ( Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.