
আমি একজন চাকুরীজীবি। যখন প্রথম ক্লাস ৯ এ পড়ি। তখন বুঝতে পারি আমি লেসবিয়ান।আমি সম্পুর্ন ছেলে ভাবি নিজেকে।মেয়ের প্রতি আমার আকৃষ্টতা। ক্লাসের খুব সুন্দর একটি মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। আমাদের সমপর্কে ভালোবাসা যেমন ছিল তেমনি প্রচুর শ্রদ্ধাও ছিল।কিন্তু মেয়ের পরিবার বিষয়টি আবছা বুঝতে পেরে তাকে অন্য কোথাও নিয়ে যায় এবং আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ও পরবর্তীতেএকটি ছেলের সাথে সমপর্কে জড়ায় এবং আমি অনেক আকুতি করার পরও আমার কাছে আর ফিরে আসেনি। পড়াশুনা শেষ করে চাকরি নেই।জীবনে নতুন একজন আসে।সেও বেশ সুন্দরী। আমরা পালিয়ে যাই, আলাদা করে থাকতে শুরু করি, তাকে পড়াশুনা করাই,নিজের পায়ে দাড়াতে সহায়তা করি।কেড়ে যায় ৯ বছর।হঠাত তার মনে হয় সে ভুল করেছে।তার অফিসের এক ছেলে কলিগের প্রেমে পড়ে সে।আমাকে ছেড়ে চলে যায়।আমার পক্ষে কোনো ছেলেকে বিয়ে করা সম্ভব ছিল না।আমি মনে করি যাকে সুখে রাখতে পারবোনা তাকে জীবনের সাথে জড়িয়ে তার কোনো ক্ষতি করতে চাইনা।সত্যিকারের ভালোবাসার অপেক্ষায় আজও বসে আছি।জানিনা কখনো পাবো কিনা। অনলাইনে অনেক খোজার চেষ্টা চালাই। কিছু কিছু ছেলে বোকা বানিয়ে আমার দুর্বলতা কে হাছিল করে। সব কিছুর পর আজ ক্লান্ত।
Source: BAH ( Bangladesh Against Homophobia)