আমরা কেন নিপীড়িত ?

আমি একজন সমকামী🏳️‍🌈❤️, একজন মেয়েলি সমকামী । আমার বয়স ২৪ বছর। আমি বুঝলাম না ! আমাদের মতো সমকামীদের কেন পদে পদে অপমান অপদস্থ হতে হয় ! আমরাও তো পড়াশোনা করছি, ভালো জব করছি, ভদ্র সমাজে অন্য সবার মতোই আমাদের একটা ভদ্র পরিবার ও আছে ! তাহলে, আমাদের ভিন্ন ভাবে সবাই কেন ভাবছে? হাসিঠাট্টার পাত্র হিসেবে পরিচিত কেন আমরা ?! কেন আমার পরিবার এইসব এর ভুক্তভোগী হয়ে যাচ্ছে দিনের পর দিন ?? আমরা কি কাউকে কোন ক্ষতিগ্রস্ত করছি ? সমাজের কোন ক্ষতি সাধন হচ্ছে আমাদের জন্য ? হচ্ছে না ! তবুও আমরা খারাপ!! কারন ঐ একটাই,,আমরা সমকামী। একটা ছেলে হয়ে আরেকটি ছেলেকে ভালবাসি, তার সাথে প্রেম করছি, ছবি তুলে ফেসবুকে আপলোড করছি, রেস্টুরেন্টে খেতে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি। সমলিঙ্গের প্রতি নিজের অনুভব , নিজের ভালোলাগাটাই আজকে যেন সমাজের চোখে বিশাল এক অপরাধ।

 লজ্জার কোন কারণ তো আমি দেখতে পাচ্ছি না? ইউরোপে বিয়ে করছে, জনসম্মুখে ভালোবাসার মানুষকে চুম্বন করছে,এক সাথে বসবাস করছে তাও এক ঘরেই! আমরা বাংলাদেশের সমকামীদের কি এই চাহিদা আছে? আমরা কি তাদের মতো স্বাধীনতা চাচ্ছি? না !! কারন, আমরা বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী নিজেদের অবস্থান সীমাবদ্ধ রেখেছি। সুতরাং, তারপরও কি আমাদের স্বাভাবিক সবার মতোই চলাফেরার অধিকারটুকুও রাখি না?  চিন্তা ভাবনার পরিবর্তন করুন! আজকে যে আপনি আমাকে খোঁচা মেরে কথা বলছেন, হয়তো আপনার ভবিষ্যৎ সন্তানও একজন সমকামী হয়ে জন্ম গ্রহণ করতে পারে!! কি পারে না ? অবশ্যই পারে !! 

সবাইকে সমান ভাবে সম্মান দিতে শিখুন! এটাই ভদ্রতার লক্ষন। ☺️

ধন্যবাদ সবাইকে…🌹 

Source: BAH ( Bangladesh Against Homophobia )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.