আমরা সবাই

যখন থেকে ইন্টারনেট ব্যাবহার করা শুরু করি ঠিক তখন থেকেই একটা প্রশ্নের উত্তর খুজতাম who I am? দিনের পর দিন এসব নিয়েই সার্চ দিতাম । আমি একজন ছেলে । একটা ছেলের মধ্যে যা থাকা দরকার সবই আমার আছে । এক ফ্রেন্ড এর কথায় –মামা তরে সৃষ্টিকর্তা নিজ হাতে বানাইসে আর আমাদের কে বানাইসে কামার কুমার দারা । ছোট বেলা থেকেই চেহারার অনেক প্রশংসা শুনে বড় হইছি কিন্তু এই চেহারার ভিতরে কি আছে কাউকে বলার সাহস হয়না।আমি একজন ছেলে কিন্তু মেয়েদের ড্রেস পড়তে ভাল লাগে অবসর সময়ে ।কেন ভাল লাগে জানিনা । মেয়েদের কিছু ড্রেস ভাল লাগে কিনতে পড়তে এবং দেখতে। একটা সময় বুজতে পারলাম আমি একজন ক্রসড্রেসার । কিছু সময় মেয়েদের ড্রেস পড়তে ভাল লাগে কিন্তু পুরাপুরি মেয়ে হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় । আমি শারীরিকভাবে কখনই কোনও ছেলের প্রতি আকর্ষণ অনুভব করি না । ক্রসড্রেসার হইলেই অনেকে ভাবে বোটম গে , কিন্তু আমার সাথে এইটা যায়না ,আমার মধ্যে তেমন কোনও মেয়েলী ভাবও নেই। সাভাবিকভাবে মেয়েদের কেই আমার ভাল লাগে । আমি কখনই নিজেকে প্রকাশ করার সাহস করি নাই। একটা ছেলে মাঝে মাঝে মেয়েদের ড্রেস পরে কোনও সাধারন মেয়েই স্বাভাবিক ভাবে নিবেনা ,আবার টপ গে রা ভাবে বোটম, মেয়েলী টাইপ ছেলেরা আমাকে টপভাবে ,আমি তাদের কে বুজাতে সক্ষম হইনা আমার ছেলেদের প্রতি আকর্ষণ নাই । এই কারনে LGBT এর সার্কেল এ যাইতে কিছুতা ঈতস্তত বোধ করি আর মাঝে মাঝে হতাশায় ভুগি। আমার পরিচিত বেশ কয়েক জন আছে যারা বিয়ে করসে এখনও লুকায় ড্রেস পরে । আমি কাছে এইটা কিছুতা চিটিং মনে হয়।মেয়দের টম বয় স্টাইল আমর ভাল লাগে । আমি সব মানুষদের সাথে থাকতে চাই যারা এই বিষয় টা স্বাভাবিক ভাবে নিবে।

Source: BAH (Bangladesh Against Homophobia)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.