
প্রিয় দেশ, আমি তোমার আর দশটা সন্তানের মতোই,
আমিও তাদের মতোই বাঁচি, হাসি, ভালোবাসি,
তবু কেন এরা আমার শ্বাসরোধ করে?
যে ধর্মের দোহাই দেয়,
সে ধর্ম শান্তির ধর্ম যদি হয়,
আমি তো নীরবে নিভৃতে শান্তই আছি,
মাগো, তবে এরা কেন অশান্ত হয়?
আমি তোমার আর দশজন সন্তানের মতোই
চষে বেড়াই তোমার উন্মুক্ত ক্ষেত্রে,
কষ্টের ঘাম ঝরিয়ে ফলাই মেধার শস্য দানা,
তোমার মেধাবী সন্তান তো আমিও।
তবু আমার কথার মূল্য কেন নেই?
আমার চাওয়াগুলো কেন চাইতে নেই?
আমার ভাবনাগুলো কেন বলতে নেই?
কারো কোন ক্ষতি কি আমি করেছি?
প্রিয় দেশ, বলো,আমি বেঁচে থেকে,
কখনও কি ঠিক করে বেঁচেছি?
আমি কষ্ট পেলেও কাঁদতে পারিনা,
ব্যথা পেলেও সে ব্যথা গোপন করি রাতের অন্ধকারে,
আমি কাউকেই বলিনা, মা,তোমাকেও না
তুমি কি আমার স্বদেশ না?
তবে,আমি কেন পরাধীন?
কিছু স্বাধীনতা আমাকেও দাও,
আমাকে বলতে দাও,
ভালাওবাসতে দাও,
ভালোবেসে কষ্ট পেলে আমাকে কাঁদতেদাও,
ও দেশ, ও মা, আমিও তো তোমার আদরের।
Source: BAH( Bangladesh Against Homophobia)