
পুরুষতন্ত্র, নারীবাদ, পুরুষালীবাদ, মেয়েলিপনা, কোতিবাদ, টপবাদী, বটমবাদী (গে কমিউনিটি এবং ডিক পিপল)
আমি মূলত সমাজে পুরুষদেরকে ইন্সিকিউর অনুভব করতে দেখি তাদের মাঝে শেমিং বুলিং হয় তুই একটা মাইয়া, তুমি তো একটা মাইগ্যা, এত মেয়েদের মত কেন ? এবং মেয়েরা এটা করবে কেন , এই সুযোগ পাবে কেন? এই জামা পড়বে কেন? এভাবেই সেক্সিজম করে কিন্তু নারীদের প্রতি বিদ্বেষ ,ঘৃণা এনে পুরুষদের মধ্যে প্রচুর জেন্ডার সুপ্রিমেসি এনে নারীদের অধিকার কেড়ে নিয়ে এককোনে কোনঠাসা করে ফেলা হয়েছে। এবং নারীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে , এবং নারীদেরকেই ভিক্টীম ব্লেইম করা হয় তুমি এমন কাপড় পড়েছ কেন, তোমাকে একা বের হইতে কে বলছে, তুমি বিয়ে করে জামাই নিয়ে চলবা, আপনি দেখবেন এখন জামাই নিয়ে বের হয়েও রেপের শিকার হতে হচ্ছে।
এবার আমি আমাদের কমিউনিটির দিকে আসি , আমাদের কমিউনিটিতেও পুরুষতন্ত্র জেকে ধরেছে
পুরুষালি গে ছেলেরা ইচ্ছেমত মেয়েলিদের, কোতি/মেয়েলি পুরুষ শেমিং করে, মানুষ হিসাবে বিবেচনা অনেকেই করে না, যেমনটা স্ট্রেইট ছেলেরা মেয়েদের ফেমিনিনিটীকে বিবেচনা করে না। হিপক্রেট স্ট্রেইটরা যেমন প্রকাশ্যে রেগুলার ডেটিং করে এমন মেয়েদের সাথে ডেট করলেও, বন্ধু বান্ধবদের সামনে লুকায় তাদের মাগি খানকি বলে ডাকে, পাড়া প্রতিবেশির কথায় কোন সো কলড স্ক্যান্ডাল জানা যায় নি এমন মেয়ে বিয়ে করে। তেমনি গে দের মাঝে এমন একটা চিন্তা কেউ যদি আমাকে মেয়েলি ছেলের মিশতে দেখে তাহলে তো শেষ, আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি ,প্রচুর গে আছে যারা মেয়েলি গে, ট্রান্স উইমেন দের সাথে এক রাস্তায় হাটবে না, পাশাপাশি বসবেও না।
এখন ভাই পুরুষতন্ত্রে ছেলেদের একটা ইন্সিকিউর সুপ্রিমেসি ঢুকায়ে দেয় ,কিছু হইলে নাকি তাদের পুরুষত্ব চলে যায় তারা মেয়ে মাইগ্যা হয়ে যায়। আর আমাদের গে কমিউনিটিতে কিছু হইলেই একজন আরেকজনকে কোতি বানায়ে দেয়, না হলে স্লাটশেমিং করবে, নাহলে টপ থেকে বট্ম বানায়ে দিবে, নাহলে বট্মদের এনাস সাগর খাল বলে শেমিং করবে, যেমন আমি আমার স্ট্রেইট ফ্রেন্ডদের বলতে শুনতাম ঐ মেয়ের যৌনাঙ্গ সাগর হয়ে গেছে, হাত ঢুকে যাবে, কারন ওর ৩ টা বয়ফ্রেণ্ড ছিল , ওদের সাথে সেক্স করছে, আমাদের এখানে কি করা হয় সেটা আমি আপনি সবাই জানই। কোতিদের, ট্রান্সউইমেনদের ,বহুগামী এবং বট্ম দের কতটা খারাপ ভাবে শেমিং করা হয় এটা ভাবা যায় না, এবং এখন এটাই স্বাভাবিক।
আপনি যদি কমিউনিটিতে প্রিভিলিজ হয়ে এমন করেন তাদেরকে যদি তাদের পরিচয়ে না বাচতে দেন এগুলির কিন্তু আফটার এফেক্ট আছে।
অনেক কোতি আত্মহত্যা করছে, করে, করবে। অনেকেই হিজড়াদের কঠিন সমাজে সাথে মিশছে, এবং তারাই কিন্তু অনেকে প্রিডেটর হয়ে, ব্লাকমেইলার হয়ে আপনাদের থেকে টাকা মারছে।
আবার আপনাদের প্রিভিলিজ সিস মেন গেরা ট্রান্স আর কোতিদের পাশে দাড়ান না দেখে হীজড়া গুরুমা রা তাদের উপর অত্যাচার করছে। আপনি যদি পাশে দাড়াতেন মিশতে দিতেন তাহলে এমন অবস্থা কোতি, মেয়েলি আর ট্রান্সদের হয় না।
স্ট্রেইটড়া যেমন গে হবার কারনে আমাদের সুযোগ সুবিধা কেড়ে নিয়েছে, ঠিক তেমনি আমরা পুরুষালি গেরা, টপরা, একগামীরা এমন একটা সমাজ বানিয়েছি যেখানে কোতি ,মেয়েলি, ট্রান্স, বট্মরা নট এক্সেপটিং, তাদের পরিচয়ের গ্রহ্নযোগ্যতা নেই। এবং ভারস দেরকে যথেস্ট শেমিং করা হয়।
যাই হোক আমার এক্সাম আছে এরপরেও এত কথা লিখতেছি এই গান পোস্ট করতে গিয়ে, আমাদের এমন একটা সমাজ আস্তে আস্তে গড়তে হবে যেখানে আমাদের পরিচয়ের জন্য আর কোন আনকমফোরটেবল আগলি ফিল করানো হবে না,শেমিং , বুলিং করা হবে না, যেখানে টপ বট্ম, ভারস, পুরুষালি মেয়েলি, কোতি, ট্রান্স উইমেন সবাই তার পরিচয় নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, একে অন্যকে সাপোর্ট করবে পাশে দাঁড়াবে, ভালবাসবে ।
and the thing i missed to tell – নারীবাদের মত ,আমাদের এখন কোতি বাদ, বটমবাদ, আনতে হবে আমাদের মত করে ,যেন এই পরিচয় গুলি শেমিং উইপন হিসাবে কমিউনিটিতে ইউজ বন্ধ হয়, কমিউনিটিতে যেন কেউ চাইলে কোতি হতে পারে বটম হতে পারে, মেয়েলি হতে পারে ।
টডড়িক হলের এই গানটা অনেকে ফেমিনিন, কিন্তু এই গানটা সবাই ঊপভগ করবেন আশা করি। এবং এই গান ফ্রিলি উপভোগ করতে আপনি পুরুষ বা আপনি টপ বা আপনি পুরুষালি এই পরিচয় খসে যাবে না, মুলত এই কারনে লেখা।
Source: BAH ( Bangladesh Against Homophobia)